সবকিছু ভেঙেচুরে বরবাদ হয়ে যাচ্ছে, শাকিবের সিনেমার টিজার দেখে বুবলী
Published: 28th, February 2025 GMT
শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। গতকাল রাতে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার দেখে উচ্ছ্বসিত দর্শকরা।
শাকিব খানের ভক্ত-অনুরাগীদের মতো ‘বরবাদ’ সিনেমার টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। অন্যদের মতো তার মন কেড়েছে এটি। এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের মুগ্ধতার কথা জানান এই নায়িকা।
শবনম বুবলী বলেন, “শাকিব খান কেবল বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। অনেক বছর ধরে কাজ করছেন তিনি। তার ‘বরবাদ’ সিনেমার টিজার বের হয়েছে। দেখলাম, সবকিছু ভেঙেচুরে একদম বরবাদ হয়ে যাচ্ছে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। ‘বরবাদ’ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।”
আরো পড়ুন:
বরবাদের টিজারে ধুন্ধুমার অ্যাকশন: মন কেড়েছে শাকিব ভক্তদের
আপনি অনেক সুন্দর, শাকিব খানকে প্রভা
‘বরবাদ’ সিনেমার বেশির ভাগ শুটিং মুম্বাইতে হয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মানব সচদেব, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। এ ছাড়া সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। আগামী ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বুবলী সম্পর্কে যা বললেন মিশা সওদাগর
ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী ও সিয়াম আহমেদ অভিনীয় সিনেমা জংলি। সব শ্রেণীর দর্শকের প্রশংসা পেয়েছে সিনেমাটি। আলাদাভাবে নজর করেড়ে শবনম বুবলীর বুদ্ধিদীপ্ত উপস্থিতি ও অভিনয়। বতমানে দেশের প্রথম সারির নায়িকাদের একজন শবনম বুবলী। শুটিং সেটে ডিসিপ্লিন মেনে চলার সুনাম রয়েছে তার।
জংলি সিনেমার একটি দৃশ্য
আরো পড়ুন:
স্ত্রীকে বয়কটের ঘোষণা দিলেন হিরো আলম
মারা গেছেন হিরো আলমের বাবা
সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে খলনায়ক মিশা সওদাগর বলেন, ‘‘শুটিংসেটে যখন বুবলী বসে থাকে তখন ওকে দেখলে মনে হয় না যে একজন নায়িকা বসে আছে। বাতাসও মনে হয় ডিস্টার্ব অনুভব করে না। এত ডিসিপ্লিন। এই ডিসিপ্লিননেসটা অসাধারণ। মানুষকে সম্মান করার ব্যাপারটা অসাধারণ।’’
বুবলীর জন্য মিশা সওদাগরের পরামর্শ হচ্ছে, বুবলী যেন মানুষকে ছাড় দেয়।
মিশা সওদাগর বলেন, ‘‘যত বেশি ছাড় দিবা তত ভালো। ছাড় দাও। সব কিছুতে ছাড় যতই দিবা অতই ভালো থাকবা। জীবনতো একটাই ছাড় দাও।’’
ঢাকা/লিপি