‘হাসিনার আমলের সব হত্যাকাণ্ডের বিচার করতে চায় সরকার’
Published: 28th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার। তবে এটি করার জন্য সরকারকে সময় দিতে হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে ‘শাপলা চত্বর হত্যাকাণ্ড’ শীর্ষক ছায়া সংসদে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম নিয়ে তদন্ত চলছে। তবে জুলাই হত্যাকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার কাছে। এ সময় সকলে ধৈর্য্য ধরার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে কতজন মারা গেছেন তা এখনও নির্ধারিত হয়নি। প্রকৃত সংখ্যা বের করার জন্য হেফাজত ইসলামের গবেষণা করা উচিত। এ সময় ক্ষমতার পাকাপাকি বন্দোবস্ত করতেই শাপলা চত্বরের গণহত্যা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এম জি
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
সৌরবিদ্যুতে চলা ল্যাপটপের দেখা মিলতে পারে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে
সৌরবিদ্যুতে চলা ল্যাপটপ আনতে যাচ্ছে লেনোভো। আগামী ৩ মার্চ থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপ উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য পর্যালোচন করে এ তথ্য জানিয়েছেন জনপ্রিয় প্রযুক্তি বিশ্লেষক এভান ব্লাস। শুধু তা–ই নয়, খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) সৌরবিদ্যুতে চলা ল্যাপটপটির ছবিও পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি লেনোভো।
এভান ব্লাসের তথ্য মতে, লেনোভো ইয়োগা সিরিজের নতুন এই ল্যাপটপের মূল আকর্ষণ হচ্ছে সোলার প্যানেলযুক্ত ঢাকনা। এর ফলে ব্যবহারের সময় এবং বন্ধ অবস্থাতেও স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে পারে ল্যাপটপটির ব্যাটারি। তবে, সৌর প্যানেলের মাধ্যমে ল্যাপটপটির ব্যাটারি পুরোপুরি চার্জ হতে কত সময় লাগবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
বিভিন্ন সময়ে স্মার্টফোন বা বিভিন্ন প্রযুক্তি পণ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো খুব বেশি জনপ্রিয়তা পায়নি। তবে ধারণা করা হচ্ছে, লেনোভো এবার এ ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করবে। তবে ল্যাপটপটি কনসেপ্ট ডিভাইস হওয়ায় বাণিজ্যিকভাবে বাজারে আসতে আরও কিছুটা সময় লাগতে পারে।
গত কয়েক বছরে বড় বড় প্রযুক্তি প্রদর্শনীতে একের পর এক কনসেপ্ট ডিভাইস প্রদর্শন করেছে লেনোভো। এর মধ্যে মোড়ানো পর্দার (রোলেবল ডিসপ্লে) ল্যাপটপ ও স্মার্টফোনসহ টু-ওয়ে স্যাটেলাইট সংযোগ সুবিধাসম্পন্ন স্মার্টফোন উল্লেখযোগ্য।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস