‘হাসিনার আমলের সব হত্যাকাণ্ডের বিচার করতে চায় সরকার’
Published: 28th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার। তবে এটি করার জন্য সরকারকে সময় দিতে হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে ‘শাপলা চত্বর হত্যাকাণ্ড’ শীর্ষক ছায়া সংসদে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম নিয়ে তদন্ত চলছে। তবে জুলাই হত্যাকাণ্ডকে অগ্রাধিকার দিচ্ছে সরকার কাছে। এ সময় সকলে ধৈর্য্য ধরার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে কতজন মারা গেছেন তা এখনও নির্ধারিত হয়নি। প্রকৃত সংখ্যা বের করার জন্য হেফাজত ইসলামের গবেষণা করা উচিত। এ সময় ক্ষমতার পাকাপাকি বন্দোবস্ত করতেই শাপলা চত্বরের গণহত্যা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এম জি
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
আবাহনী-কিংস ফাইনালে ঝড়ে উড়ে গেল ডাগআউট, লন্ডভন্ড প্রেসবক্স
ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-বসুন্ধরা কিংস প্রথমার্ধে সমান তালে লড়াই করেছে। ৪৫ মিনিট শেষে স্কোরলাইনও সমান,১-১। কিন্তু বিরতির পর ঝড়-বৃষ্টির হানায় ম্যাচ বন্ধ হয়ে যায়। ঝড়ের তাণ্ডবে উড়ে যায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের অস্থায়ী ডাগআউট। লন্ডভন্ড হয়ে যায় প্রেসবক্স।
এমনিতেই প্রেস বক্সের চারপাশে নেই কোনো দেয়াল। মাথার ওপর একটা টিনের চাল আর বসার মতো প্লাস্টিকের চেয়ার ছাড়া উল্লেখ করার মতো তেমন কিছু নেই। তারপরও প্রথমার্ধের লড়াইটা ছিল উপভোগ্য। কিন্তু বেরসিক বৃষ্টি সবকিছু এলোমেলো করে দেয়।
লন্ডভন্ড হয়ে গেছে প্রেস বক্স