গতি-ড্রিবলিং ও দারুণ ফিনিশিং দক্ষতা দিয়ে আর্জেন্টাইন তরুণ ক্লদিও এচেভেরি গত বছর বেশ মনোযোগ কেড়েছিলেন। তাকে তুলনা করা হচ্ছিল লিওনেল মেসির সঙ্গে। নতুন এই মেসির ঝলক চোখ এড়ায়নি ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার।
গত বছর এচেভেরির সঙ্গে চুক্তি করে রেখেছিল ম্যানসিটি। তাকে ১২.৫ মিলিয়ন পাউন্ডে কিনে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে ধারে খেলতে দিয়েছিল প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ের ক্লাবটি। যাতে নিয়মিত গুরুত্বপূর্ণ পজিশনে খেলার সুযোগ পেয়ে নিজের উন্নতি করতে পারে।
ওই এচেভেরি এবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলা এই তরুণ এখন পেপ গার্দিওলার অধীনে অভিষেকের অপেক্ষায়।
ম্যানসিটির জার্সি হাতে নিয়ে এচেভেরি বলেন, ‘আমার স্বপ্ন ছিল বড় একটা ক্লাবে খেলার। আমি এখন ওই স্বপ্নের দ্বারপ্রান্তে। ম্যানসিটি শুধু ট্রফির বিচারে নয় খেলার সৌন্দর্য বিচারে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাব।’
১৯ বছর বয়সী এচেভেরি জানিয়েছেন, মেসি সবসময় তার আদর্শ। তবে ম্যানসিটি’তে যোগ দেওয়ার আগে তিনি সার্জিও আগুয়েরোর সঙ্গে কথা বলেছেন। তার থেকে পরামর্শ নিয়েছেন। ম্যানসিটির সঙ্গে তার সাড়ে চার বছরের চুক্তি হয়েছে।
ম্যানসিটি সম্প্রতি শেষ হওয়া শীতকালীন দলবদলের বাজারে ২০০ মিলিয়ন ইউরো খরচা করেছে। ব্রাজিলের তরুণ ডিফেন্ডার ভিতর রেইস, উজবেকিস্তানের তরুণ ডিফেন্ডার আব্দুকদির খুশনভ, মিশরের স্ট্রাইকার ওমর মারমৌশ ও আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে কিনেছে সিটিজেনরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল
এছাড়াও পড়ুন:
চার ভেন্যুতে ৩৪ ম্যাচের পিএসএল হবে ৩৮ দিনে
চ্যাম্পিয়নস ট্রফির পরপরই পাকিস্তানে শুরু হবে পাকিস্তান সুপার লিগের খেলা। ভারত প্রতিযোগিতার ফাইনালে না উঠলে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হবে ৯ এপ্রিল। দুদিন পরই শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর।
এত দিন ফেব্রুয়ারি-মার্চ আয়োজন করা হতো পিএসএল। এবার চ্যাম্পিয়নস ট্রফির কারণে আয়োজন দুই মাস পিছিয়েছে। ছয় দলের এই প্রতিযোগিতা চারটি ভেনু্যতে আয়োজন করা হবে। মোট ম্যাচ হবে ৩৪টি। খেলা হবে ৩৮ দিন।
বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে রাওয়ালপিণ্ডিতে। ফাইনাল ম্যাচ হবে ১৮ মে লাহোরে।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফিতে বিনা খরচে ইফতার পাবে দর্শকরা
বাংলাদেশের আফগানিস্তানের দিকে তাকানো উচিত: নাসের হুসেইন
ফাইনালসহ সর্বোচ্চ ১৩টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডিতে হবে ১১ ম্যাচ। এছাড়া মুলতান ও করাচিতে হবে ৫টি করে ম্যাচ।
বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার পিএসএলে দল পেয়েছেন। লিটন আছেন করাচি কিংসে। রিশাদ হোসেন লাহোর কালান্দার্সে। নাহিদ রানা পেশোয়ার জালমিতে।
ঢাকা/ইয়াসিন