শারীরিক কার্যক্রম ও প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের ইনানীতে ‘মেরিন ড্রাইভ সাইক্লিং রেইস ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “মেরিন ড্রাইভ অত্যন্ত সুন্দর একটি স্থান। এই নৈসর্গিক পরিবেশে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

আরো পড়ুন:

খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ দেখল হাজারো মানুষ

টিসিজেএ ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

‘রাইড ফর গ্লোরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় মেরিন ড্রাইভ সাইক্লিং রেইস ২০২৫। এই প্রতিযোগিতায় ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ মোট ৪০০ জন দেশি-বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ছয়টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিজয়ীরা হলেন- প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার বিভাগে নারী বিভাগ থেকে কর্পোরাল শিল্পী খাতুন, পুরুষ বিভাগ থেকে মিজানুর রহমান। অ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার বিভাগে নারী বিভাগ থেকে লরা তুররিনি ও পুরুষ বিভাগ থেকে সৈয়দ মুবিন বিজয়ী হন।

সেনাপ্রধান বলেন, “তরুণ প্রজন্মের সুস্থ জীবনযাপনে উৎসাহ দিতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।”

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে কক্সবাজার এরিয়া কমান্ডার ও রামু সেনানিবাসের জিওসি, কক্সবাজারের জেলা প্রশাসক মো.

সালাহউদ্দিনসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের অভিজ্ঞ বিচারকরা প্রতিযোগিতা আয়োজন ও মূল্যায়নে সার্বিক সহায়তা করেন।

ঢাকা/তারেকুর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ইংলিশ কোচ ড্যারেন গফ দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় তার স্থলাভিষিক্ত হয়েছেন ডমিঙ্গো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি।  

আট বছর ধরে লাহোরের প্রধান কোচ ও ক্রিকেট অপারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আকিব জাভেদ। তবে পাকিস্তান জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেওয়ায় তাকে সরে দাঁড়াতে হয়। পরবর্তীতে তিনি পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও গ্রহণ করেন।  

আকিবের বিদায়ের পর গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগে গফকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় লাহোর। পিএসএলেও তার দায়িত্ব পালনের কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে তিনি সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেও লাহোর ফ্র্যাঞ্চাইজি গফের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, 'গফ সবসময় কালান্দার্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ থাকবে এবং আমরা তার জন্য শুভকামনা জানাই।'

গফের বদলে প্রধান কোচের দায়িত্ব নেওয়া রাসেল ডমিঙ্গো নতুন চ্যালেঞ্জের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, 'পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি দলটির সঙ্গে কাজ করতে এবং সবার প্রত্যাশা পূরণ করতে মুখিয়ে আছি।'

চার বছরে তৃতীয় শিরোপার লক্ষ্যে ডমিঙ্গোর ওপর আস্থা রেখেছে লাহোর। আগামী ১১ এপ্রিল শুরু হতে যাচ্ছে পিএসএলের এবারের আসর। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। আসন্ন মৌসুমে দলটির হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও।

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩১ মার্চ ২০২৫)
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, বয়স ৪৮ হলেও আবেদন
  • একঝলক (৩০ মার্চ ২০২৫)
  • ওজোপাডিকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ মার্চ ২০২৫)
  • ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান পেলেন ‘ইয়েল বিশ্ব ফেলোশিপ’
  • একঝলক (২৯ মার্চ ২০২৫)
  • পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
  • আজ টিভিতে যা দেখবেন (২৯ মার্চ ২০২৫)
  • প্ল্যান ইন্টারন্যাশনালে ঢাকায় চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৮৩ হাজার