রাওয়ালপিন্ডির মতো বৃহস্পতিবার লাহোরেও বৃষ্টি হয়েছে। তবে শুক্রবার অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ম্যাচ শুরুর আগ পর্যন্ত আর বৃষ্টি হয়নি। যে কারণে মাঠ খেলার উপযোগীই আছে। নির্ধারিত সময়ে টস সম্পন্ন হয়েছে। আফগানিস্তান এই ম্যাচেও টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। 

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে আফগানরা ঐতিহাসিক জয়ের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করে বড় সংগ্রহ তুলেছিল। ম্যাচটি আফগানিস্তানের জন্য বাঁচা মরার লড়াই। অজিদের হারাতে পারলে শেষ চারে চলে যাবে তারা। হারলে বিদায় নিতে হবে আসর থেকে। 

  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফগ ন

এছাড়াও পড়ুন:

দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

শৈলকুপায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে সফিকুল ইসলাম ওরফে সুফি শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

শুক্রবার সকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

আহতরা হলেন– মো. সামছুল (৩৫), ফিরোজ (৩৫) ও সবুজ (২৫)। তারা সবাই উপজেলার বন্দেখালী গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্দেখালী গ্রামের মোবারোক জোয়ার্দ্দারের ছেলে শাকেন জোয়ার্দ্দার ও ইদ্রিস আলী ওরফে ইদুর মধ্যে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৯টার দিকে শাকেনের বাড়ির কলাগাছ কেটে জমি দখলের চেষ্টা করেন ইদু। একপর্যায়ে দুই ভাই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এ সময় সংঘর্ষ থামাতে ছুটে যান প্রতিবেশী সুফি শেখ। ঘটনার সময় ইদুর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি।

স্বজনরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু ঘটে। ঘটনার পর ইদু পালানোর সময় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। 

শাকেন জোয়ার্দ্দারের মেয়ে সাবিনা খাতুন জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রায়ই তাঁর চাচা ইদু তাদের ওপর চড়াও হন। শুক্রবারও তিনি একই ঘটনা ঘটাতে আসেন। এ সময় চাচার আক্রমণ থামাতে গিয়ে প্রতিবেশী সুফি শেখ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 


 

সম্পর্কিত নিবন্ধ