২৯ বছরে প্রাচ্যনাট: শিল্পকলায় দিনভর নানা আয়োজন
Published: 28th, February 2025 GMT
২৯ বছরে পদাপর্ণ করল নানা প্রযোজনার মধ্য দিয়ে দর্শক প্রশংসা কুড়ানো নাট্যদল প্রাচ্যনাট। গত ২১ ফেব্রুয়ারি দলটি এ মাইলফলক স্পর্শ করেছে। এ উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন করেছে প্রাচ্যনাট। সেসব আয়োজনের অংশ হিসেবে আজ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হচ্ছে ২৯ বছরে পদার্পণের সমাপনী অনুষ্ঠান। উৎসব উদযাপন পরিষদের সদস্যরা জানান, জাতীয় চিত্রশালায় বিকেল ৩টা থেকে শুরু হবে তাদের অনুষ্ঠান পর্ব।
শুরুতেই থাকছে শিশুদের জন্য নাটক, পাপেট ও ক্র্যাফট মেকিং ওয়ার্কশপ। যেখানে অংশ নেবে নাট্যদল বটতলা, জলছবি ও জলপুতুল পাপেট। এরপর বিকেল ৫টায় প্রাচ্যনাটের পরিবেশনায় থাকছে লাঠি খেলা। এটি অনুষ্ঠিত হবে চিত্রশালার লবিতে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রাচ্যনাটের কোরিওগ্রাফি টিম পরিবেশনা ‘সৃজনে সংগ্রামে ২৯’ নাট্যায়োজন দিয়ে শুরু হবে এ পর্ব। এরপর সাড়ে ৬টায় প্রাচ্যনাটের পরিবেশনায় থাকছে নাটকের গান ‘ফুল পাখি ও নদীর গান’।
সবশেষে চিত্রশালা মিলনায়তনে থাকছে সংগীতায়োজন ‘প্রাণের মানুষের গান’। এতে সংগীত পরিবেশন করবে দেশের আলোকিত গানের দল জলের গান, সর্বনাম ও বটতলা। এ ছাড়াও চিত্রশালার লবিতে দিনব্যাপী থাকছে শিল্পকর্ম ও নাটকের আলোকচিত্র প্রদর্শনী। সব মিলিয়ে এ আয়োজন দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণ করবে বলেও আয়োজকরা আশা প্রকাশ করেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্যবসায়ীকে সাইফের মারধরের অভিযোগ, ঘটনার বর্ণনা দিলেন অমৃতা
২০১২ সালে একটি পাঁচ তারকা হোটেলে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী এবং তার শ্বশুরকে মারধরের অভিযোগে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। শনিবার (২৯ মার্চ) এ মামলার সাক্ষ্য দেন অভিনেত্রী অমৃতা আরোরা।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার (২৯ মার্চ) মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন অভিনেত্রী অমৃতা আরোরা। সেদিন হোটেলে কী ঘটেছিল তার বর্ণনাও দিয়েছেন এই অভিনেত্রী।
স্ত্রী কারিনা কাপুর খান, কারিনার বোন কারিশমা কাপুর, মালাইকা অরোরা খান, অমৃতা আরোরা এবং দুজন বন্ধুসহ পাঁচ তারকা হোটেলে রাতের খাবার খেতে গিয়েছিলেন সাইফ আলী খান। হোটেল কর্তৃপক্ষ তাদের আলাদা একটি কক্ষ দিয়েছিলেন। সেখানে তারা খাবার খাচ্ছিলেন। তাদের পাশের টেবিলে বসেছিলেন ইকবাল শর্মা নামে এক ব্যক্তি।
আরো পড়ুন:
বাবা তুমি কি মারা যাচ্ছো, আহত সাইফকে প্রশ্ন করেছিল পুত্র তৈমুর
বিয়ে-বিচ্ছেদ নিয়ে কারিনার রহস্যময় পোস্ট, উড়ছে নানা জল্পনা
পরের ঘটনা বর্ণনা করে অমৃতা আরোরা বলেন, “হঠাৎ শর্মা আমাদের কক্ষে প্রবেশ করেন। খুবই আক্রমণাত্মকভাবে কথা বলতে থাকেন, চিৎকার করে আমাদের চুপ করতে বলেন।”
সাইফের চিৎকারের আওয়াজ পাওয়ার ঘটনা বর্ণনা করে অমৃতা আরোরা বলেন, “মূলত, শর্মার অসুবিধা হচ্ছিল। সঙ্গে সঙ্গে সাইফ তার কাছে ক্ষমাও চান। এমনকি তাকে নৈশভোজ করার নিমন্ত্রণও জানান সাইফ। এরপর বেরিয়ে যান ইকবাল। তবে আমরা কেউই বুঝতে পারিনি শর্মা কক্ষের বাইরে দাঁড়িয়ে আছেন। এরপর সাইফ ওয়াশ রুমে যান। কিছুক্ষণ পর সাইফের চিৎকার শুনতে পাই।”
সাইফ আলীকে মারধরের ঘটনা বর্ণনা করে অমৃতা আরোরা বলেন, “সাইফের চিৎকার শুনে আমরা ওয়াশ রুমের দিকে ছুটে যাই। গিয়ে দেখি, ইকবাল শর্মা সাইফকে মারধর করছেন। আমরা কোনোরকমে শর্মাকে থামাই। শর্মা চেঁচিয়ে বলতে থাকেন, ‘আমি কে, তোমরা জানো না। আমি কী করতে পারি, তোমাদের কোনো ধারণাই নেই।”
ঢাকা/শান্ত