ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

আজ শুক্রবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত এলাকার একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। পরে সন্ধ্যা ৭টার দিকে হুদাপাড়া গ্রামের প্রয়াত রমজান আলী খানের ছেলে মো.

হারুনের (৩৫) বসতবাড়ীর অদূরে একটি পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো. হারুন কৌশলে পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি করে একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট জব্দ করা হয়। সেগুলো খুলে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা করা হবে। এরপর স্বর্ণের বারগুলো ট্রেজারি বিভাগে জমা দেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: স বর ণ র

এছাড়াও পড়ুন:

ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছান। থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই ব্যাংকক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৮টা ৫৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। 

বিমসটেক সম্মেলনে সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ। সেগুলো হলো, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ও কানেক্টিভিটি।

প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ