দামুড়হুদা সীমান্তে ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ
Published: 28th, February 2025 GMT
ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
আজ শুক্রবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত এলাকার একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। পরে সন্ধ্যা ৭টার দিকে হুদাপাড়া গ্রামের প্রয়াত রমজান আলী খানের ছেলে মো.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো. হারুন কৌশলে পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি করে একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট জব্দ করা হয়। সেগুলো খুলে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা করা হবে। এরপর স্বর্ণের বারগুলো ট্রেজারি বিভাগে জমা দেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স বর ণ র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে ভারতপন্থি-পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ
সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আর ভারতপন্থি-পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম আরো বলেন, “আমরা শুধু সামনের কথা বলতে চাই। সামনের স্বপ্নের কথা বলতে চাই।” পরে তিনি লিখিত বক্তব্যে তার দলের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।
বিস্তারিত আসছে...
ঢাকা/রফিক