লম্বা সময়ের বন্ধুত্ব লিওনেল মেসি ও নেইমারের। মাঠে ও মাঠের বাইরে একসঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন তাঁরা। দুজনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে খেললেও বন্ধুত্বে চিড় ধরেনি। শুধু যে বন্ধু হিসেবে তাঁরা একে অপরকে সঙ্গ দিয়েছেন তা নয়, বরং নিজেদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও একে অপরকে সহায়তা করেছেন।

সম্প্রতি ‘পডপাহ’ নামে পডকাস্টে মেসিকে বিশেষ একটি জায়গায় দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করার কথা জানিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, পেনাল্টি কিক নেওয়ার ব্যাপারে তাঁর কাছ থেকে শিখেছিলেন মেসি।

নিজের সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার পেনাল্টিতে দারুণভাবে কার্যকর। শুধু কার্যকারিতার দিক থেকেই নয়, স্টাইলের দিক থেকেও বাকিদের চেয়ে বেশ এগিয়ে আছেন সান্তোস তারকা।

আরও পড়ুনপেনাল্টিতে সবচেয়ে বেশি গোল কার—মেসি, রোনালদো নাকি নেইমারের ২৩ নভেম্বর ২০২৪

ট্রান্সফরমার্কেটের হিসাবে, এখন পর্যন্ত ১০৬টা পেনাল্টি নিয়ে ৮৮টিতে গোল করেছেন নেইমার, মিস করেছে ১৮টি। অন্যদিকে মেসি ১৪২টি পেনাল্টি নিয়ে ১১১টি গোল করলেও মিস করেছেন ৩১টি। যার অনেকগুলোই ক্যারিয়ারের প্রথম দিকে। ২০১৬ কোপা আমেরিকা ফাইনালেই যেমন টাইব্রেকার শট মিস করেছিলেন মেসি।

নিজের পেনাল্টি নেওয়ার দক্ষতা বাড়াতে একসময় নেইমারের কাছ থেকে পরামর্শও নিয়েছিলেন মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার অনুরোধ নিয়ে নেইমার বলেছেন, ‘আমি মেসিকে পেনাল্টি নেওয়ার ব্যাপারে সাহায্য করেছি। সে আমাকে জিজ্ঞেস করেছিল, “তুমি কীভাবে এমন পেনাল্টি নাও?”’

বার্সেলোনা থেকে শুরু নেইমার ও মেসির বন্ধুত্ব.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স কর ছ

এছাড়াও পড়ুন:

মেসিকে পেনাল্টি নেওয়া শিখিয়েছিলেন নেইমার

লম্বা সময়ের বন্ধুত্ব লিওনেল মেসি ও নেইমারের। মাঠে ও মাঠের বাইরে একসঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন তাঁরা। দুজনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে খেললেও বন্ধুত্বে চিড় ধরেনি। শুধু যে বন্ধু হিসেবে তাঁরা একে অপরকে সঙ্গ দিয়েছেন তা নয়, বরং নিজেদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও একে অপরকে সহায়তা করেছেন।

সম্প্রতি ‘পডপাহ’ নামে পডকাস্টে মেসিকে বিশেষ একটি জায়গায় দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করার কথা জানিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, পেনাল্টি কিক নেওয়ার ব্যাপারে তাঁর কাছ থেকে শিখেছিলেন মেসি।

নিজের সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার পেনাল্টিতে দারুণভাবে কার্যকর। শুধু কার্যকারিতার দিক থেকেই নয়, স্টাইলের দিক থেকেও বাকিদের চেয়ে বেশ এগিয়ে আছেন সান্তোস তারকা।

আরও পড়ুনপেনাল্টিতে সবচেয়ে বেশি গোল কার—মেসি, রোনালদো নাকি নেইমারের ২৩ নভেম্বর ২০২৪

ট্রান্সফরমার্কেটের হিসাবে, এখন পর্যন্ত ১০৬টা পেনাল্টি নিয়ে ৮৮টিতে গোল করেছেন নেইমার, মিস করেছে ১৮টি। অন্যদিকে মেসি ১৪২টি পেনাল্টি নিয়ে ১১১টি গোল করলেও মিস করেছেন ৩১টি। যার অনেকগুলোই ক্যারিয়ারের প্রথম দিকে। ২০১৬ কোপা আমেরিকা ফাইনালেই যেমন টাইব্রেকার শট মিস করেছিলেন মেসি।

নিজের পেনাল্টি নেওয়ার দক্ষতা বাড়াতে একসময় নেইমারের কাছ থেকে পরামর্শও নিয়েছিলেন মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার অনুরোধ নিয়ে নেইমার বলেছেন, ‘আমি মেসিকে পেনাল্টি নেওয়ার ব্যাপারে সাহায্য করেছি। সে আমাকে জিজ্ঞেস করেছিল, “তুমি কীভাবে এমন পেনাল্টি নাও?”’

বার্সেলোনা থেকে শুরু নেইমার ও মেসির বন্ধুত্ব

সম্পর্কিত নিবন্ধ