আর কয়েক ঘণ্টা পরেই আত্মপ্রকাশ করবে তরুণ প্রজন্মের রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এর প্রতিবেদন লেখার সময় সেখানে অনেক মানুষকে জড়ো হতে দেখা গেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে আসছে মানুষ। তাদে অধিকাংশই তরুণ ও শিক্ষার্থী। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের লক্ষ্য সংগঠকদের। 

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণের কাজ প্রায় শেষ। মেডিকেল টিম ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। মঞ্চের পেছনে নারীদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসছেন নেতাকর্মীরা। নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঢাকা/মাকসুদ/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চাঁদের মাটির নমুনা ছয় দেশের হাতে তুলে দেবে চীন

ছাং’এ-৫ অভিযানে চন্দ্রপৃষ্ঠ থেকে সংগৃহীত নমুনা ছয়টি দেশের সাতটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের হাতে তুলে দিচ্ছে চীন। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় মহাকাশ দিবসে শাংহাইয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি করে চীন জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ)।

নমুনা পাওয়ার সুযোগ পেয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান, পাকিস্তান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাতটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান। ২০২৩ সালের নভেম্বর আবেদন গ্রহণ শুরু হলে ১১টি দেশ ও সংস্থা ৭১ সেট নমুনা চেয়ে আবেদন করে। সেসব আবেদন যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হয়।

সিএনএসএর প্রধান শান চোংতে বলেছেন, ছাং’এর নমুনা কেবল চীনের নয়, সারা বিশ্বের সম্পদ। এগুলো মানবজাতির সম্মিলিত জ্ঞান সমৃদ্ধ করবে।

তিনি আরো জানান, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ছাং’এ-৬ এর নমুনা পেতে আগ্রহী। কারণ, এটা চাঁদের দূরবর্তী দিক থেকে সংগ্রহ করা প্রথম নমুনা। চীনা সরকার শিগগিরই ওই নমুনাগুলোর জন্য আন্তর্জাতিক আবেদনপত্র চালু করবে।

সূত্র: সিএমজি

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ