সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের একটি সেলুন থেকে তাকে আটক করা হয়।

সেলুন মালিক কার্তিক জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ মেহেদী তার দোকানে দাড়ি কাটাতে আসেন। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

আটক সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আরো পড়ুন:

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, আসামির বাড়ি ভাঙচুর

ভালুকায় যুবকের দেওয়া আগুনে পুড়ল স্কুল

এদিকে, পুলিশ একইদিন শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন মিঠুকে আটক করে পুলিশ। উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফ মিঠু শ্যামনগর উপজেলার কাশিমাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শ্যামনগর থানার ওসি মো.

হুমায়ুর কবির মোল্যা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ মেহেদীসহ এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক স ঈদ ম হ দ শ য মনগর উপজ ল র

এছাড়াও পড়ুন:

গাংনীতে কবরস্থানের ফটক ভাঙা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা,

মেহেরপুরের গাংনীর চরগোয়ালগ্রামে কবরস্থানের প্রধান ফটক ভাঙা নিয়ে সংঘর্ষে হৃদয় হোসেন নামে একজন গ্রাম্য চিকিৎসক  নিহত হয়েছেন। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিহত হৃদয়ের বাবা শাহাদত হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের নামে মামলাটি দায়ের করেন। মামলায় মিলন হোসেন নামে একজন সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানিয়েছেন, আর কোন ঘটনা না ঘটে এজন্য পুলিশ সর্তক অবস্থায় রয়েছে। এছাড়া রামনগর ও চরগোয়াল গ্রামে পুলিশ টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ইতোমধ্যে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন (নং ২৫ তাং ২৭/০২/২৫ ইং)। মামলায় মিলন নামের একজন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ছেলে এসএসসি পরীক্ষার্থী সামিউল্লাহ ট্রাক্টর চালিয়ে চরগোয়ালগ্রামে যায়। অদক্ষ হওয়ার কারণে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের প্রধান ফটকের আংশিক ভেঙে ফেলে। এ ঘটনায় উভয় পক্ষ রামনগর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। 

ঢাকা/ফারুক/টিপু 

সম্পর্কিত নিবন্ধ

  • শ্যামনগরে সেলুনে দাড়ি কাটাতে গিয়ে আওয়ামী লীগ নেতা আটক
  • গাংনীতে কবরস্থানের ফটক ভাঙা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • গাংনীতে কবরস্থানের ফটক ভাঙা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা,
  • ঈদগাহের গেট ভেঙে যাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১
  • হেলমেট বাহিনীর প্রধান কামু গ্রেপ্তার