দলে দলে মানিক মিয়া এভিনিউয়ে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা
Published: 28th, February 2025 GMT
গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আজ। গতকাল এর নাম ঠিক করা হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। শুক্রবার বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের মাধ্যমে আত্মপ্রকাশ করবে দলটি।
দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রায় প্রস্তুত। এখন চলছে শেষ সময়ের মঞ্চ গোছানোর কাজ।
জানা যায়, দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এ ছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের লক্ষ্য রয়েছে তাদের।
বাংলাদেশে আজ নতুন এক সূর্যোদয় হবে এমন কথা জানিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে আসা তরুণরা বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য তরুণরা আজ নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে শপথ গ্রহণ করবেন।
জাতীয় নাগরিক পার্টির পক্ষে মুশফিক উস সালেহীন জানিয়েছেন, দুপুর ১২টার পর শুধু মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম দিকের প্রবেশপথ (আড়ংয়ের দিকে) দিয়ে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবে।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেন।
দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলমকে চূড়ান্ত করা হয়। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়।
নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন ত ছ ত র জনত কম ট র ক কম ট ন র জন
এছাড়াও পড়ুন:
ফেব্রুয়ারিতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১১ হাজার ৩১৩: এমএসএফ
দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে ৮ ফেব্রুয়ারি থেকে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ১১ হাজার ৩১৩ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই বিগত আওয়ামী লীগ সরকারের দলীয় লোকজন। এ তথ্য দিয়েছে মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। প্রতিষ্ঠানটির ফেব্রুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার এ প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠিয়েছে এমএসএফ। প্রতিষ্ঠানটি পত্রিকার প্রতিবেদনে এবং নিজস্ব অনুসন্ধানের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়, দেশে সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারা দেশে এই অভিযান শুরু করা হয়। ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ শিক্ষার্থী। এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া তথ্য অনুসারে, অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ এ অপারেশনের আওতায় পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন নতুন ও পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২০ হাজার ৩৭২ জন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়, ৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী।
কারা হেফাজতে নিহত ১৪
ফেব্রুয়ারি (২০২৫) মাসে কারা হেফাজতে ১ নারী বন্দীসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। গত জানুয়ারি মাসে এর সংখ্যা ছিল ৮ জন। ফেব্রুয়ারিতে ৬ জন কয়েদি ও ১ জন নারীসহ ৮ জন হাজতির মৃত্যু হয়েছে।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৬ জন, কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে ১ জন, যশোর কেন্দ্রীয় কারাগারে ১ জন, সিলেট কেন্দ্রীয় কারাগারে ১ জন, গাজীপুর জেলা কারাগারে ১ জন, নওগাঁ জেলা কারাগারে ১ জন, রাজবাড়ী জেলা কারাগারে ১ জন নারী, খুলনা জেলা কারাগারে ১ জন ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্না করার সময় গরম পানিতে পড়ে এক বন্দীর মৃত্যু হয়েছে।
এ ছাড়া যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিনতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়, কারা অভ্যন্তরে চিকিৎসাব্যবস্থার উন্নতির পাশাপাশি বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করে হেফাজতে মৃত্যুর কারণ যথাযথভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা।
রাজনৈতিক সহিংসতায় হতাহত
এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা ও মামলার সংখ্যা কমে গেলেও অন্তর্দ্বন্দ্ব বিশেষ করে নিজদের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব অনেকাংশে বেড়েছে। বিএনপির দলীয় কর্মীদের অন্তর্দ্বন্দ্ব লক্ষণীয়ভাবে বেড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেই চলেছে, যা জনমনে নিরাপত্তহীনতা, ভীতি ও আতঙ্কের সৃষ্টি করেছে।
ফেব্রুয়ারিতে রাজনৈতিক সহিংসতার ৩৯টি ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন ৩৯৩ জন। তাঁদের মধ্যে ৩ জন নিহত এবং ৩৯০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১ জন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তিরা ৩ জন বিএনপির কর্মী ও সমর্থক। এ ছাড়া নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু গত ৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
সহিংসতার ৩৯টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্দ্বন্দ্বের ৩৩টি, আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব ২টি, বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ৪ টি ঘটনা ঘটেছে।
এর পাশাপাশি দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর হামলার ১২টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন ৪৩ জন।
এঁদের মধ্যে দুর্বৃত্তদের হাতে নিহত ৩ জন, হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার ২ জন এবং ১ জনের লাশ মাঠ থেকে পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৪ জন আওয়ামী লীগ ও ২ জন বিএনপির নেতা-কর্মী।