অ্যাক্রোবেটিক প্রদর্শনীর মঞ্চ। এক তরুণ দুই পা ওপরে তুলে পায়ের পাতার ওপর তুলে নিয়েছেন একটি ড্রাম (ব্যারেল)। ওই ড্রামের ওপর দাঁড়িয়ে কসরত দেখাচ্ছে ৯ বছরের আলিফ। দর্শকদের শ্বাসরুদ্ধকর অবস্থা; কখন যেন আলিফ পড়ে যায়। ড্রামে দাঁড়িয়েই দর্শকদের প্রতি উড়ন্ত চুমু দিয়ে আলিফ শেষ করে প্রদর্শনী। দর্শকেরাও হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান।

নওগাঁ শহরের এ-টিম মাঠে বুধবার সন্ধ্যায় এই অ্যাক্রোবেটিক প্রদর্শনী হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনী চলে রাত সাড়ে নয়টা পর্যন্ত। ভাষার মাসজুড়ে বহুভাষিক উৎসবের অংশ হিসেবে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ও নওগাঁ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিল্পকলা একাডেমির ২৬ সদস্যের একটি দল প্রদর্শনীতে অংশ নেয়। শিল্পীরা একে একে প্রদর্শন করেন গ্রুপ সাইকেল, রিং ড্যান্স, রোলার ব্যালান্স, ল্যাডার ব্যালান্স, দিয়াবো, ব্যারেল ব্যালান্স, পাইপ ব্যালান্স, হাই সাইকেল, ফায়ার অ্যান্ড র্যাম্পসহ ১৪ ধরনের অ্যাক্রোবেটিক পরিবেশনা।

আলিফের বাড়ি লালমনিরহাট জেলা শহরে। সে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত অ্যাক্রোব্যাট শিশুশিল্পী। তাঁর মা শিউলী বেগম সার্কাস দলের শিল্পী; বাবা শফিকুল ইসলাম নির্মাণশ্রমিক। আলিফ চতুর্থ শ্রেণিতে পড়ে। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকেই সে ও তার বড় দুই বোন বিভিন্ন শারীরিক কসরত শিখেছে। আলিফ তিন বছর আগে নীলফামারী শিল্পকলা একাডেমিতে অ্যাক্রোবেটিক শিল্পের ওপর একটি কর্মশালায় অংশ নেয়। পরে সেখান থেকে বাছাই করে তাকে শিল্পকলা একাডেমির অধীন রাজবাড়ী অ্যাক্রোব্যাট প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি করা হয়।

নওগাঁয় আসা অ্যাক্রোব্যাট দলের সমন্বয়কারী ও রাজবাড়ী অ্যাক্রোব্যাট সেন্টারের প্রশিক্ষক জালাল উদ্দিন জানান, অ্যাক্রোবেটিক সেন্টারে আবাসিক থেকে এক বছর ধরে আলিফ প্রশিক্ষণ নিয়েছে। বর্তমানে সে শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী। শিল্পকলা একাডেমির কাছ থেকে বিশেষ শিল্পী ভাতা পায় সে। কোনো প্রদর্শনীতে তাকে প্রয়োজন পড়লে বাড়ি থেকে ডেকে আনা হয়।

একটি প্রদর্শনীতে অংশ নিলে আলিফ সম্মানী হিসেবে ১ হাজার টাকা ও খাবার বাবদ ৭০০ টাকা পায়। কোনো কোনো মাসে তিন থেকে চারটি প্রদর্শনী হয়। আবার কোনো মাসে প্রদর্শনী থাকে না। প্রদর্শনী শেষে কথা হয় আলিফের সঙ্গে। সে জানায়, প্রদর্শনী থেকে ভাতা বাবদ যে টাকা পায়, তাতে লেখাপড়ার খরচ চলে যায়। সংসারের খরচ চালানোর জন্য মায়ের হাতেও সে টাকা দেয়।

আলিফ বলে, ‘কাজ চালিয়ে যাওয়ার জন্য এলা অল্প কিছু প্রশিক্ষণ নিছি। আরও ভালোভাবে খ্যালা ট্রেলিং লিতে চাই। ভালো ট্রেলিং প্যালে হামরাও চীন, রাশিয়া, কোরিয়া ও জাপানের খ্যালোয়ারের মতন পুরস্কার পামু। শুধু দ্যাশে লয়, বিদ্যাশেও পুরস্কার চাই।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক ড ম র শ ল পকল

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না: তথ্য উপদেষ্টা 

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া, দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে, তাদের পরামর্শ ছাড়া এ বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেবে।

বুধবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এর আগে বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করার পর দাদা-দাদির কবর জিয়ারত করেন।

নির্বাচনের জন্য ডিসেম্বর এবং জুন দুটি টাইমলাইন আছে। এই টাইমলাইনের ভেতরেই  নির্বাচন হয়ে যাবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে নির্বাচন দেবেন। এটি হচ্ছে সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে, তার ওপর নির্ভর করে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে, কবে নির্বাচন হবে। নির্বাচন দিবে কি, দিবে না। অবশ্যই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক।

এ সময় উপস্থিত ছিলেন মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ।
 

সম্পর্কিত নিবন্ধ