চলে গেলেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা উত্তম মহান্তি
Published: 28th, February 2025 GMT
ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গতকাল রাতে দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি লিভারের গুরুতর অসুখ ধরা পড়েছিল অভিনেতার। দিল্লিতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় তাঁকে।
চলতি মাসের শুরুতে প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবস্থার আরও অবনতি ঘটায় তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।
১৯৫৮ সালে বারিপদায় জন্ম বহু সফল ছবির নায়ক উত্তমের। ১৯৭৭ সালে সাধু মেহের পরিচালিত ‘অভিমান’ ছবি দিয়ে ওড়িয়া বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ তাঁর।
আরও পড়ুনস্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ উদ্ধার২১ ঘণ্টা আগেপ্রথম ছবিতেই দর্শকের নজর কাড়ায় আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তার ‘চকলেট বয়’ ইমেজ দর্শককে মুগ্ধ করেছিল।
অভিনেতার ঝুলিতে রয়েছে ‘নিঝুম রাতি রা সাথি’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘পূজা ফুল’, ‘জাগা হাতরে পাগা’, ‘মুতালাগা’, ‘সাহারি বাঘাগে’, রাহেনা, ‘চাকা ভাউনারি’, ‘জোর জাহারা মুলক তাহারা’, ‘তুন্ডা বাইদা’, ‘সুনা চাদেই’, ‘পুয়া মোরা কালা ঠাকুর’, ‘কন্যাদান’, ‘চাকা আঁখি সব দেখেছি’, ‘রজনীগন্ধা’র মতো সফল ছবি। তাঁর সঙ্গে টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য রচনা ব্যানার্জি একসময় জুটি বেঁধে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছিলেন। পাশাপাশি অভিনেত্রী ও স্ত্রী অপরাজিতার সঙ্গেও উত্তমের জুটি দর্শকের প্রিয় ছিল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আ.লীগের সঙ্গে যারা আঁতাত করছেন, তাদের ছাড় নয়: টুকু
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “৫ আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন, তাদের ছাড় দেওয়া হবে না।”
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “বিগত ১৬ বছর অনেক নির্যাতন, খুন ও গুম করেছে তারা। আজ তারাই (আওয়ামী লীগ নেতারা) দেশ থেকে পালিয়েছেন। এটাই আল্লাহুর বিচার। তাই যতই চেষ্টা করুক, আগামী ৪০ বছরেও আ.লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই।”
আরো পড়ুন:
ইশরাকের মেয়র পদের মেয়াদ নিয়ে যা জানা গেল
অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান
তিনি আরো বলেন, “দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মন খুলে কথা বলতে পারেনি। আমি বিশ্বাস করতে চাই, কাজিপুরের মানুষের মনে মূল্যবোধের জন্ম হয়েছে। তাই আগামীতে যার হাতে ধানের শীষ দেখবেন তাকেই ভোট দেবেন।”
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “গত ১৬ বছর বিএনপি কথা বলতে পারেনি। এই দেশে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই।”
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনক চাঁপা ও নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান বক্তব্য রাখেন।
ঢাকা/অদিত্য/মাসুদ