ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গতকাল রাতে দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি লিভারের গুরুতর অসুখ ধরা পড়েছিল অভিনেতার। দিল্লিতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় তাঁকে।

চলতি মাসের শুরুতে প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবস্থার আরও অবনতি ঘটায় তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।

১৯৫৮ সালে বারিপদায় জন্ম বহু সফল ছবির নায়ক উত্তমের। ১৯৭৭ সালে সাধু মেহের পরিচালিত ‘অভিমান’ ছবি দিয়ে ওড়িয়া বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ তাঁর।

আরও পড়ুনস্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ উদ্ধার২১ ঘণ্টা আগে

প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়ায় আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তার ‘চকলেট বয়’ ইমেজ দর্শককে মুগ্ধ করেছিল।

অভিনেতার ঝুলিতে রয়েছে ‘নিঝুম রাতি রা সাথি’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘পূজা ফুল’, ‘জাগা হাতরে পাগা’, ‘মুতালাগা’, ‘সাহারি বাঘাগে’, রাহেনা, ‘চাকা ভাউনারি’, ‘জোর জাহারা মুলক তাহারা’, ‘তুন্ডা বাইদা’, ‘সুনা চাদেই’, ‘পুয়া মোরা কালা ঠাকুর’, ‘কন্যাদান’, ‘চাকা আঁখি সব দেখেছি’, ‘রজনীগন্ধা’র মতো সফল ছবি। তাঁর সঙ্গে টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য রচনা ব্যানার্জি একসময় জুটি বেঁধে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছিলেন। পাশাপাশি অভিনেত্রী ও স্ত্রী অপরাজিতার সঙ্গেও উত্তমের জুটি দর্শকের প্রিয় ছিল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম: মাসউদ

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলামকে ‘গণতন্ত্রের ইমাম’ বলে আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ আখ্যা দেন।

আবদুল হান্নান মাসউদ বলেছেন, “নাহিদ গণতন্ত্রের ইমাম, যিনি ক্ষমতার মসনদ ছেড়ে আবারো ফিরেছেন জনতার কাতারে। তিনি নির্যাতনের মুখেও মাথা নত করেননি।”

তিনি আরো বলেন, “আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এটাই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি।”

বিকেল ৪টার পর এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে দলটির নেতৃত্ব ঘোষণা করা হবে।

ঢাকা/সুকান্ত/রফিক

সম্পর্কিত নিবন্ধ