ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে জিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মাকে খেলানোর ঝুঁকি তাই নেবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম এমনই জানিয়েছে। 

রোহিত শর্মা না খেললে তার জায়গায় কিউইদের বিপক্ষে দলের নেতৃত্ব দেবেন তরুণ ওপেনার শুভমন গিল। তাকে ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবেই প্রস্তুত করা হচ্ছে বলেও খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সহঅধিনায়কও গিল। 

প্রশ্ন হচ্ছে, রোহিত শর্মা না খেললে তার জায়গায় ওপেনিং করবেন কে? ভারতের সংবাদ মাধ্যম বেশ কিছু অপশনের কথা উল্লেখ করেছে। যেমন- কেএল রাহুলকে ফেরানো হতে পারে ওপেনিংয়ে। রাহুল ব্যাটিং অর্ডারের সব জায়গায় খেলে অভ্যস্ত। টেস্ট, ওয়ানডে ও টি-২০’তে অনেকবার ওপেনিংয়ে খেলেছেন তিনি। 

রাহুলের নিয়মিত ব্যাটিং অর্ডার ছয়ে খেলানো হতে পারে ঋষভ পান্তকে। টেস্ট ও টি-২০’র নিয়মিত এই ব্যাটারের চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে জায়গা হয়নি। রোহিতের ইনজুরি তাকে খেলার সুযোগ এনে দিতে পারে। আরও একটি অপশনের কথা বলা হয়েছে। একাদশে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হতে পারে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ভমন গ ল

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সেটিংস, যে সুবিধা পাওয়া যাবে

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি ও জনপ্রিয়তা পাওয়ায় হোয়াটসঅ্যাপে সাইবার হামলার পরিমাণও বাড়ছে। তাই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের একটি সেটিংস চালু করেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালুর ফলে একক বা গ্রুপ চ্যাটের বার্তা হোয়াটসঅ্যাপের বাইরে শেয়ার, সংরক্ষণ বা অন্য কোনোভাবে ব্যবহারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এর ফলে ব্যবহারকারীরা চ্যাট অপশনে আদান-প্রদান করা তথ্য বর্তমানের তুলনায় আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে ৫ কারণে০৩ এপ্রিল ২০২৫

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা চালু করলে চ্যাটের মেসেজ হিস্ট্রি এক্সপোর্ট করা যাবে না। শুধু তা–ই নয়, পাঠানো কোনো ছবি, ভিডিও বা অডিও স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের যন্ত্রে সংরক্ষণ হবে না। এর ফলে সংবেদনশীল বা ব্যক্তিগত বার্তার গোপনীয়তা নিশ্চিত করা যাবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ভিডিও প্রতারণার কথা জানেন তো?১৭ এপ্রিল ২০২৫

হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহারকারীরা পর্যায়ক্রমে নতুন সেটিংসটি ব্যবহার করতে পারবেন। সেটিংসটি ব্যবহারের জন্য প্রথমে নির্দিষ্ট চ্যাটে প্রবেশ করতে হবে। এরপর চ্যাটে থাকা নামের ওপরে ক্লিক করে অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি অপশনে প্রবেশ করে ম্যানুয়ালভাবে সেটিংসটি চালু করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সেটিংস, যে সুবিধা পাওয়া যাবে