রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝালকাঠিতে ‘প্রশান্তি’ বাজার
Published: 28th, February 2025 GMT
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে সুলভ মূল্যের বাজার ‘প্রশান্তি’ চালু করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি শহরের বাহের রোডে এ বাজার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ বাজারের আয়োজন করেছে। এখানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৩ টাকা, প্রতি কেজি ছোলা ১০০ টাকা, চিনি ১১৬ টাকা, মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা, লবণ ১৫ টাকা, গরুর মাংস ৭০০ টাকা, চাল ৩০ টাকা, আটা ২৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রশান্তি বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি স্থানীরা।
প্রশান্তি বাজার উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনসহ ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, “রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এ প্রশান্তি বাজার চালু করা হয়েছে। সূলভ মূল্যে পণ্য কিনতে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে।”
ঢাকা/অলোক/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নাহিদ ইসলাম গণতন্ত্রের ইমাম: মাসউদ
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলামকে ‘গণতন্ত্রের ইমাম’ বলে আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ আখ্যা দেন।
আবদুল হান্নান মাসউদ বলেছেন, “নাহিদ গণতন্ত্রের ইমাম, যিনি ক্ষমতার মসনদ ছেড়ে আবারো ফিরেছেন জনতার কাতারে। তিনি নির্যাতনের মুখেও মাথা নত করেননি।”
তিনি আরো বলেন, “আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এটাই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি।”
বিকেল ৪টার পর এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে দলটির নেতৃত্ব ঘোষণা করা হবে।
ঢাকা/সুকান্ত/রফিক