ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে: জাতিসংঘ
Published: 28th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
দখলদার ইসরায়েল গাজায় যে ভয়াবহভাবে সামরিক অভিযান চালিয়েছে তা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি বলেন, এটি কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। ’
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেনেভায় মানবাধিকার কাউন্সিলে গাজা, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করে এ মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন (ওএইচসিএইচআর)- এর প্রতিবেদনে হামাসকে ৭ অক্টোবর থেকে গুরুতর লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। তুর্ক বলেছেন, ‘হামাস ইসরাইলি ভূখণ্ডে নির্বিচারে প্রজেক্টাইল (ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা মিসাইল বা রকেট) নিক্ষেপ করেছেন, যা যুদ্ধাপরাধের সামিল। ’
ইসরায়েলে পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় ১২০০ মানুষ নিহত হন। আর ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।
ওইদিন থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাসের এ হামলায় ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন আর আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।
এদিকে, ওএইচসিএইচআর-এর প্রতিবেদনের বিষয়ে নিজেদের মত জানাতে কোনও প্রতিনিধি পাঠায়নি ইসরায়েল। চিলির প্রতিনিধি বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।
ইসরায়েল অবশ্য বরাবরই গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এসেছে। তাদের দাবি, তাদের অভিযান কেবল হামাস সদস্যদের লক্ষ্য করে এবং বেসামরিক ক্ষতি কমানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
তুর্ক বলেছেন, ‘গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা বিশাল – ঘর-বাড়ি থেকে শুরু করে হাসপাতাল, স্কুল পর্যন্ত। ’ ইসরাইলের আরোপিত বিধিনিষেধ একটি মানবিক বিপর্যয় তৈরি করেছে বলেও জানান তুর্ক।
মানবাধিকার কমিশনের ৫৮তম কাউন্সিলে উপস্থাপিত প্রতিবেদনে তুর্ক আরও কিছু গুরুতর উদ্বেগের কথা তুলে ধরেছেন। প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, হামাস গাজায় মানবিক আইনের অন্যান্য লঙ্ঘনও করতে পারে। এ ধরনের লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক এবং সামরিক কার্যক্রম একই স্থানে পরিচালনা করা।
এনজে
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ক্যারিয়ার গড়ার সুযোগ, স্নাতকোত্তরে আবেদন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের ফুটবলে এই নিয়ন্ত্রক সংস্থাটি ‘হেড অব অ্যাডমিন, এইচআর অ্যান্ড ট্রেনিং’ পদে কর্মী নিয়োগ দেবে। গতকাল রোববার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন গতকাল থেকেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ আগামী ৪ মে পর্যন্ত। এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন হেড অব অ্যাডমিন, এইচআর অ্যান্ড ট্রেনিং পদে একজনকে নিয়োগ দেবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: ফেডারেশনের নীতিমালা অনুযায়ী অন্য সুবিধা পাবেন এ পদে কেউ চাকরি পেলে
আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত৪ ঘণ্টা আগেআবেদনের যোগ্যতাহিউম্যান রিসোর্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
দেশের শ্রম আইন ও সর্বোত্তম মানবসম্পদ অনুশীলন বিষয়ে জ্ঞান থাকতে হবে।
কম্পিউটারে দক্ষতা (এমএস অফিস, এইচআরএমএস সফটওয়্যার) থাকতে হবে।
৭ থেকে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: মতিঝিল, ঢাকা
আরও পড়ুন৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে যে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা৪ ঘণ্টা আগেআবেদন যেভাবেআগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতিসহ জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৫