এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, পবিত্র রমজানে চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখতে মাঠে আসা দর্শকদের ইফতার নিয়ে ভাবতে হবে না। ইসিবির পক্ষ থেকে গ্যালারিতে বিনা মূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে। বৃহস্পতিবার ইসিবি সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুনভারত সুবিধা পাচ্ছে, এটা বুঝতে ‘রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই’১ ঘণ্টা আগে

এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হলেও ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। রমজানের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ন্যূনতম দুটি, সর্বোচ্চ তিনটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে।

দর্শকের জন্য ইফতারি বিতরণের খবর জানিয়ে ইসিবির এক্স পোস্টে লেখা হয়, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার এ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’

আরও পড়ুনআফগানিস্তান হেরেও সেমিফাইনালে যাবে, যদি দক্ষিণ আফ্রিকা ২০৭ রানে হারে৩ ঘণ্টা আগে

অর্থাৎ, দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের ইফতারি বক্স দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে রমজান মাস আগামীকাল থেকে শুরু হতে পারে। রোববার নিউজিল্যান্ড–ভারত গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও আগামী ৪ মার্চ একই মাঠে প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে। এ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে ভারত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইফত র রমজ ন

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও, বিক্ষোভ

ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ সময় মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। দুই বছর ধরে চরম দুর্ভোগে আছেন এই ওয়ার্ডের ১৫ হাজার বাসিন্দা। পর্যাপ্ত পানি সরবরাহের দাবিতে পৌরসভা ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন তারা। 

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে শত শত নারী- পুরুষ পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেন। তারা এক ঘণ্টা ধরে ভবন ঘেরাও করে রাখেন। পরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। 

৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। প্রায় দুই বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই পানি পাচ্ছেন না এসব এলাকার বাসিন্দারা। গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পর পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খাওয়া, গোসল, রান্নার কাজে বিপাকে পড়তে হচ্ছে। পাম্প নষ্ট হওয়া ও নাজুক সরবরাহ ব্যবস্থার অজুহাত দিয়ে নিজেদের গাফিলতি আড়াল করছে কর্তৃপক্ষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন লঞ্চঘাট এলাকার বাসিন্দা আনিস হাওলাদার, কাঠপট্টি এলাকার মিলন মৃধা, লিজা আক্তার ও পারভিন বেগম। 

ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান বলেন, নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শিগগিরই এ সমস্যা সমাধান করা হবে। 

ঢাকা/অলোক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও, বিক্ষোভ
  • এডিবির বিনিয়োগ করা একাধিক প্রকল্প কাজে আসছে না
  • বাজারে খুলনার তরমুজ বেশি, চিনবেন কীভাবে
  • চীনের ফেরত দেওয়া বোয়িং কিনতে চায় ভারত
  • বাংলাদেশে ক্যাস্ট্রলের পরিবেশক হিসেবে নিয়োগ পেল রক এনার্জি
  • নেত্রকোনায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড, জেলা কারাগার সাড়ে ৪ ঘণ্টা বিদ্যুৎ–বিচ্ছিন্ন
  • ‘বিল তো ঠিকই দিই, পানি পাই না এক ঘণ্টাও’
  • শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি টিইউসির
  • মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনে যত চ্যালেঞ্জ
  • ত্রুটিপূর্ণ আমদানি বিলের দায় শোধ করতে পারবে ব্যাংক