মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সব কটিতেই বিএনপি–সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত দুইটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মোকসেদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন খান জয়ী হয়েছেন। নির্বাচনে জামায়াত-সমর্থিত প্যানেলের প্রার্থীরা সব কটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে মোকসেদুর রহমান ২৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম পেয়েছেন ১৩৭ ভোট। আর জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আনোয়ার হোসাইন পেয়েছেন ১১৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন খান ১৮৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৮৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান ১১১ ভোট ও শামসুল আলম ৪০ ভোট পেয়েছেন।
সহসভাপতি পদে আবদুল জব্বার আলী ও সহসাধারণ সম্পাদক পদে শাহনাজ পারভীন জয়ী হয়েছেন।

এ ছাড়া অর্থসম্পাদক পদে ফারুক মোল্লা, পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক পদে আরিফ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জহিরুল ইসলাম, নিরীক্ষক দুটি পদে দেলোয়ার হোসেন ও সেলিম আলদীন জয়ী হয়েছেন। তাঁদের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাপিয়া সুলতানা পেয়েছেন ২২৮ ভোট।

কার্যনির্বাহী পরিষদের পাঁচটি সদস্য পদে মোস্তাফিজুর রহমান, আবুল বাসার, নাসির উদ্দিন, শাহিনুর রহমান ও মুরাদ হোসেন জয়ী হয়েছেন।

গতকাল সকাল ১০টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোটগণনা শেষে রাত দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম কাইসার। তিনি জানান, নির্বাচনে ৬০৯ জন ভোটারের মধ্যে ৫৪০ জন ভোটার ভোট দেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমর থ ত প র রহম ন আইনজ ব হয় ছ ন

এছাড়াও পড়ুন:

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত: নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা নিয়ে রুল

নারী চিকিৎসক ও নারী প্যারামেডিকেল স্টাফ দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্তে (পোস্টমর্টেম) প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (শিক্ষা) বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে নারী চিকিৎসকের সঙ্গে নারী প্যারামেডিকেল স্টাফ দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্তে (পোস্টমর্টেম) প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জুয়েল আজাদ গত মাসে রিটটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কাজী আখতার হামিদ, সঙ্গে ছিলেন আইনজীবী জুয়েল আজাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।

রুলের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী জুয়েল আজাদ প্রথম আলোকে বলেন, পাকিস্তানে ইতিমধ্যে নারী চিকিৎক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত হয়। সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী শুধু জীবিত অবস্থায়ই নয়, মারা গেলেও মানুষের অধিকার ও মর্যাদা থাকে। ভারতের সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়েও এ বিষয় উল্লেখ করেছেন। এসব যুক্তিতে রিটটি করা হয়, শুনানি নিয়ে আদালত ওই রুল দিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় উঠছে আগামীকাল
  • সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে রুল হাইকোর্টের 
  • মেঘনার মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ২৭ বিশিষ্ট নারীর
  • মেঘনার মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন ২৭ বিশিষ্ট নারী
  • সংবিধানের ১১৬ অনুচ্ছেদ রিট নিষ্পত্তিতে বেঞ্চ নির্ধারণ হাইকোর্টে
  • তবে কি আমির খানের বদলে রাজকুমার রাও
  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত
  • নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত: নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা নিয়ে রুল
  • বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার মামলায় গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট
  • সিজেএম আদালত ভবন নির্মাণে গতি নেই