সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতি ও সাউথইস্ট ইউনিভার্সিটির চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.

এস. এম. এ. ফায়েজ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তনে বিভিন্ন বিভাগের মোট ১ হাজার ৯২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিমা চক্রবর্তী, ফার্মেসি বিভাগের আরিফুল করিম, বিবিএ বিভাগের রেমা রাণী পল, ফার্মেসি বিভাগের সুমাইয়া আক্তার ও ফার্মেসি বিভাগের হাবিবা খানম লুবনা তাদের স্নাতক ডিগ্রি ৪.০ নিখুঁত সিজিপিএসহ সম্পন্ন করায় সম্মানজনক চ্যান্সেলর্স স্বর্ণপদক অর্জন করেন।

এছাড়া সর্বোচ্চ সিজিপিএ ভিত্তিতে নির্বাচিত বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়।

সমাবর্তন সভাপতি মো. তৌহিদ হোসেন গ্র্যাজুয়েটদের হাতে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন। এ সময় চন্দ্রিমা চক্রবর্তী সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের বস্তুগত সাফল্যের বাইরে গিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)।

সমাবর্তনে সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্যগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স উথইস ট ইউন ভ র স ট র উপ চ র য ন কর ন অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণ, নিহত এক

কুমিল্লার বুড়িচং উপজেলায় গাড়িতে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে মো. জামশেদ আলম (৫১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের আগানগর এলাকায় জামশেদ আলমের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামশেদ উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের রহমত আলীর ছেলে। জামশেদ ওই গ্যারেজের মালিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন।

আহত দুজন হলেন বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুর গ্রামের আবদুল সোবহানের ছেলে মো. মহসিন ও নোয়াপাড়া গ্রামের রাব্বান ভূঁইয়ার ছেলে মো. শাহ আলম।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, দোকানের মালিক জামশেদ আলম গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য মেশিনে হাওয়া লোড করছিলেন। এ সময় মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকানটি উড়ে যায়। এতে দোকানে থাকা জামশেদ আলম, মহসিন ও শাহ আলম আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জামশেদ আলমকে মৃত ঘোষণা করেন। মহসিন ও শাহ আলম কিছুটা দূরে থাকায় প্রাণে রক্ষা পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ