গাজায় যুদ্ধবিরতি বিষয়ে ভালোই আলোচনা হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন। তবে এ ব্যাপারে তিনি খুব একটা বিস্তারিত বলেননি।

গত ১৯ জানুয়ারি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার তিন ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। এর আওতায় গাজায় হামাসের কাছে আটক থাকা ৩৩ ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

দুই দিনের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি ফলপ্রসূ হবে কি না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ওই যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা দেখছি কী হয়। কেউ আসলে জানে না, তবে আমরা দেখছি কী হয়। আমাদের মধ্যে ভালোই আলোচনা চলছে।’

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী করেছে।
গতকাল স্টারমার দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তাঁর সমর্থনের কথা পুনচ্চারিত করেছেন। দ্বিরাষ্ট্র সমাধান হলো ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

ট্রাম্প গাজা দখলের যে প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে এক সংবাদ সম্মেলনে স্টারমারকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি যে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুই রাষ্ট্র সমাধানই একমাত্র পথ।’

ট্রাম্পের গাজা দখলের ওই প্রস্তাবকে জাতিগত নিধন উল্লেখ করেছে বিশ্ব সম্প্রদায়।
ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। জাতিসংঘ ইসরায়েলি জিম্মি ও মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের উভয়ের চিত্রকে দুঃখজনক বলে বর্ণনা করেছে, তারা বলেছে যে তারা যে ভয়ানক অবস্থার মধ্যে ছিল, তা প্রতিফলিত করে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে ক্যাস্ট্রলের পরিবেশক হিসেবে নিয়োগ পেল রক এনার্জি

রক এনার্জি লিমিটেডকে পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল। এর ফলে দেশের বাজারে ক্যাস্ট্রলের পণ্য আরও সহজে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশে ক্যাস্ট্রলের যাত্রা শুরু হয় ২০০১ সালে। দীর্ঘ সময় ধরে এই ব্র্যান্ড এখানকার গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রক এনার্জির সঙ্গে এই অংশীদারি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তেল ও গ্যাস ব্যবসায় রক এনার্জির তিন দশকের বেশি অভিজ্ঞতা আছে। খবর বিজ্ঞপ্তি।

ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে এই বিষয়ে বলেন, ‘রক এনার্জির সঙ্গে আমরা ক্যাস্ট্রলের সরাসরি বিতরণের ক্ষেত্র আরও সম্প্রসারিত করতে চাই। এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় হবে এবং বাংলাদেশে ক্যাস্ট্রল ব্র্যান্ড আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।’

রক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিম চৌধুরী বলেন, ‘ক্যাস্ট্রলের মতো বিশ্বস্ত লুব্রিক্যান্ট ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই চুক্তির মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত মানের পণ্য সরবরাহ করতে সক্ষম হব। একই সঙ্গে জ্বালানি সরবরাহব্যবস্থায় আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রক এনার্জি বাংলাদেশে ক্যাস্ট্রলের খুচরা আফটারমার্কেট বিতরণ বৃদ্ধি করবে এবং দেশব্যাপী ক্যাস্ট্রল ব্র্যান্ডের ওয়ার্কশপ স্থাপন করবে।

ক্যাস্ট্রল ও রক এনার্জির এই সহযোগিতা নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং ক্যাস্ট্রলের উন্নত মানের পণ্য এখন থেকে আরও সহজে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।

সম্পর্কিত নিবন্ধ