রমজান উপলক্ষে হিলি দিয়ে বাঙ্গি আমদানি শুরু
Published: 28th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মুসলিম সম্পদ্রায়ের আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে মাস্ক মিলন (বাঙ্গি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থলবন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে প্রায় ৮ টন ৭০০ কেজি বাঙ্গি দেশে প্রবেশ করে। রোশনি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এ ফল আমদানি করছে।
এ বিষয়ে আমদানিকারকের প্রতিনিধি অহিদুল রহমান রিপন বলেন, রমজানে দেশে বিভিন্ন ধরনের ফলের বাড়তি চাহিদা থাকে। সে কথা বিবেচনা করে প্রথমবারের মতো ভারত থেকে মাস্ক মিলন আমদানি করা হয়েছে। প্রথম চালানে ৮ টন ৭০০ কেজি আমদানি হয়েছে। এ ফল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।
এনজে
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: আমদ ন
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় ‘দ্য সাউন্ড অব মিউজিক’ মঞ্চস্থ
চঞ্চল মারিয়া প্রকৃতির মাঝে ঘুরে বেড়ায় আর মনের আনন্দে গান গায়। নান বা খ্রিষ্টধর্মাচরণের জীবন বেছে নিয়ে এভাবে ভালোই কাটছিল মারিয়ার জীবন। কিন্তু হঠাৎ এই জীবনে ছেদ পড়ে। ক্যাপ্টেন জর্জ ফন ট্রাপের সাত সন্তানের দেখভালের দায়িত্ব দিয়ে মারিয়াকে দূরে পাঠিয়ে দেন নান লিডার মাদার অ্যাবেসে।
ধীরে ধীরে নতুন পরিবেশে মানিয়ে নেয় মারিয়া। নিজ গুণে অবাধ্য সাত শিশুকে সহজেই নিজের ভক্ত বানিয়ে ফেলে। একটা পর্যায়ে শিশুদের বাবা কঠোর স্বভাবের ক্যাপ্টেন ফন ট্রাপ আকৃষ্ট হয় মারিয়ার প্রতি। গানে গানে এভাবে এগিয়ে চলে গল্প।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে ‘দ্য সাউন্ড অব মিউজিক’ মঞ্চস্থ হয়। ১৯৬৫ সালে তৈরি সংগীতনির্ভর চলচ্চিত্র ‘দ্য সাউন্ড অব মিউজিক’–এর ৬০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই আয়োজন করে এক্সেল একাডেমি।
এক্সেল একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় গত বুধ ও বৃহস্পতিবার (২৬ ও ২৭ ফেব্রুয়ারি) দুই দিন নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি সফলভাবে মঞ্চস্থ করার জন্য অংশগ্রহণকারী শিশুরা প্রায় দেড় মাস অক্লান্ত পরিশ্রম করেছে। অভিনয়ে অংশ নেয় বিভিন্ন শ্রেণির ২০ জন শিক্ষার্থী এবং সংগীতে ১৮ জন।
মূল চরিত্র মারিয়ার ভূমিকায় অভিনয় করে আরিশা ওহাব। ক্যাপ্টেন ফন ট্রাপের চরিত্রে দেখা যায় সাইফান রাসূলকে। নাটকটির চিত্রনাট্য রচনা ও নির্দেশনা দেন রকি খান।
বৃহস্পতিবার সমাপনী পরিবেশনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শৈশবে আমাদের ইচ্ছেগুলো নিজেদের উদ্যোগেই পূরণ করতে হয়েছে। অভিভাবক বা শিক্ষকেরা সেভাবে সহযোগিতা করেননি। শিল্পবোধ তো সব প্রাণেই জাগিয়ে তোলা দরকার। এরা সৌভাগ্যবান যে এদের স্কুল, শিক্ষক ও অভিভাবকেরা তাদের ভেতরের স্পৃহাগুলো জাগিয়ে রাখার চেষ্টা করছে।’
সংগীতনির্ভর চলচ্চিত্র ‘দ্য সাউন্ড অব মিউজিক’–এর ৬০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে মঞ্চ নাটক