শিবলিঙ্গ জড়িয়ে ধরে বিতর্কে অক্ষয়
Published: 28th, February 2025 GMT
বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। ‘ও মাই গড’ সিনেমায় কৃষ্ণের চরিত্রে অভিনয় করেন। সিনেমাটির সিক্যুয়েলে শিবের ভূমিকায় অভিনয় করেন এই তারকা। এবার একটি মিউজিক ভিডিওতে শিবলিঙ্গ জড়িয়ে ধরে বিতর্কের মুখে পড়েছেন অক্ষয়।
কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘মহাকাল চলো’ শিরোনামের একটি গান। এতে অক্ষয় ছাড়াও দেখা যায় বিক্রম, পলাশ সেনকে। গানটির বেশ কিছু দৃশ্য দেখে ভীষণ চটেছেন পুরোহিত সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, গানটি নিয়ে কোনো সমস্যা না থাকলেও গানের দৃশ্যে নিয়ে আপত্তি। গানের দৃশ্যে দেখা যায়, অক্ষয় শিবলিঙ্গ জড়িয়ে ধরে আছেন। দেবাদিদেব মহাদেবের পাশাপাশি অক্ষয়ের ওপরেও ঢালা হচ্ছে হলুদ ও মধু।
পুরোহিতদের বক্তব্য— একটি শিবলিঙ্গকে যখন পঞ্চমৃত দিয়ে অভিষেক করানো হয়, তখন মহাদেবকে এইভাবে জড়িয়ে ধরা কোনোভাবেই উচিত হয়নি অক্ষয়ের। এটি এক প্রকার হিন্দু ধর্মকে অপমান করা। তা ছাড়া বেশ কিছু দৃশ্যে দেখা যায়, মহাকালকে ভস্ম দিয়ে অভিষেক করা হচ্ছে, যা উজ্জয়নীর মহাকাল ছাড়া অন্য কোনো মন্দিরে করার নিয়ম নেই।
আরো পড়ুন:
ষোলতে বিয়ে, সতেরোতে জমজ সন্তানের মা, আঠারোতে অভিনেত্রীর বিচ্ছেদ
আমার মনে কোনো ক্ষোভ নেই: ইয়ামি গৌতম
বিষয়টি জোর চর্চা চললেও নীরব ছিলেন অক্ষয়। অবশেষে মুখ খুলেছেন এই তারকা। এ অভিনেতা বলেন, “ছোটবেলা থেকেই আমার বাবা-মা শিখিয়েছেন বাবা-মায়ের আগেও ঈশ্বর হলেন আমাদের পিতা-মাতা, আমাদের রক্ষক। কেউ যদি বাবা আমাকে আলিঙ্গন করে, তাহলে সমস্যা কোথায়?”
কেউ ভুল বুঝলে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন অক্ষয়। তার ভাষায়— “আমি মহাদেবকে জড়িয়ে ধরে শক্তি পাই। আমার ভক্তিকে কেউ যদি ভুল বোঝে তাহলে আমার কিছু করার নেই। এতে আমার কোনো দায় নেই।”
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাফুফের ক্যাম্পে এলেন দুই প্রবাসী ফুটবলার
হামজা চৌধুরীকে অনুসরণ করে দেশের ফুটবলে যোগ দিচ্ছেন বেশ কজন প্রবাসী। সে ধারাবাহিকতায় গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড থেকে আসা এলমান মতিন ও ইতালির আব্দুল কাদের। দু’জনই আগামী ৯ থেকে ১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন।
এলমান ইংল্যান্ডের তৃতীয় স্তরের একটি ক্লাবের বয়সভিত্তিক দলে খেলেন। কাদের খেলেন ফাহমিদুলের মতো ইতালির চতুর্থ স্তরের ক্লাবে। গতকাল সকালে ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রবাসী ফুটবলার।
অনুশীলন শেষে দুপুরে বাফুফে একাডেমির কমলাপুর স্টেডিয়ামের আবাসিক ক্যাম্পে যোগ দেন তারা। আসন্ন সাফ অনূর্ধ্ব-১৯ আসরের জন্য বাফুফে প্রাথমিকভাবে ৩৫ জনের তালিকা করেছে। এ তালিকায় রয়েছেন এ দুই ফুটবলার।
গতকাল তাদের অনুশীলন দেখেছেন বাফুফের হেড অব একাডেমি গোলাম রব্বানী ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। জানা গেছে, দু’জনের টেকনিক্যাল জ্ঞান ভালোই লেগেছে বাফুফের কোচদের।