ময়মনসিংহের ভালুকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, স্কুলটিতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ১১৭ নং দক্ষিণ ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচ তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

বেইলি রোডে আগুন: বছর পার হলেও শেষ হয়নি তদন্ত

আগুনে পুড়ল ১২ বিঘা পানের বরজ

আটক যুবকের নাম আমান উল্লাহ (৩০)। তিনি উপজেলার মল্লিকবাড়ী এলাকার মো.

মোখলেছুর রহমানের ছেলে। 

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসর আতিকুর রহমান বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। স্কুলটির একটি কক্ষের বেঞ্চসহ কিছু সামগ্রী পুড়ে গেছে।”

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ বলেন, “সরকারি স্কুলে আগুন দিয়ে পালানোর সময় এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। যুবকের কথাবার্তা অসংলগ্ন মনে হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

ঢাকা/মিলন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

বিশ্বজয়ের ৫০ বছর পূর্তি উৎসব করবে ওয়েস্ট ইন্ডিজ, রোমাঞ্চিত হোল্ডিং

২১ জুন ১৯৭৫।
লর্ডসের ব্যালকনির সামনে বানানো মঞ্চে ট্রফি হাতে ক্লাইভ লয়েড। ক্রিকেট–বিশ্ব সেই প্রথম দেখল কোনো বিশ্বজয়ী অধিনায়ককে। ক্রিকেটও পেল প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন—ওয়েস্ট ইন্ডিজ।
এই বছর ওয়েস্ট ইন্ডিজের সেই বিশ্বজয়ের ৫০ বছর পূর্তি। আর সেটা ঘটা করেই উদ্‌যাপন করতে যাচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। গত সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্বজয়ের সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দিয়েছেন সিডব্লুআই সভাপতি ড. কিশোর শ্যালো।

লর্ডসে প্রথম বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ৮৫ বলে ১০২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন অধিনায়ক ক্লাইভ লয়েড নিজে। হয়েছিলেন ম্যাচসেরাও। চার বছর পর সেই লর্ডসেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে লয়েডের অধীন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

১৯৭৫ বিশ্বকাপের ট্রফি হাতে ক্লাইভ লয়েড

সম্পর্কিত নিবন্ধ