গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা আরও সহজ হলো
Published: 28th, February 2025 GMT
সার্চ ফলাফল থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার প্রক্রিয়া আরও সহজ করেছে গুগল। এর পাশাপাশি ব্যবহারকারীদের ঠিকানা, ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য শনাক্ত করতে নিজেদের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ টুলও হালনাগাদ করেছে প্রতিষ্ঠানটি। এই হালনাগাদের ফলে ব্যবহারকারীরা সরাসরি সার্চ পেজ থেকে গুগলের কাছে প্রয়োজনীয় তথ্য অপসারণের অনুরোধ জানাতে পারবেন।
গুগলের তথ্যমতে, নির্দিষ্ট ব্যক্তির কোনো সংবেদনশীল তথ্য অন্যদের সার্চ ফলাফলে প্রদর্শন করা হচ্ছে কি না, তা ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ টুলের মাধ্যমে সহজেই নজরদারি করা যাবে। তবে এ সুবিধা পেতে হলে গুগলকে নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ই–মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। পরে এসব তথ্য নিজেদের সার্চ ফলাফলে প্রদর্শন করা হলে তাৎক্ষণিকভাবে বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের জানানো হবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই তথ্যগুলো অপসারণের অনুরোধ করতে পারবেন। এত দিন টুলটি কেবল গুগল অ্যাপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত ছিল।
গুগলের নতুন এই টুলে ব্যক্তিগত, কপিরাইট লঙ্ঘন ও শিশু নির্যাতনের তথ্য মুছে ফেলার আবেদন করা যাবে। গুগল সার্চের ফলাফলের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করলে ‘রিমুভ দিস রেজাল্টস’ অপশনটি দেখা যাবে। এই অপশন ব্যবহার করে দ্রুত তথ্য অপসারণের অনুরোধ জানানো যাবে। ব্যবহারকারীদের দেওয়া ব্যক্তিগত তথ্য অন্য কোনো গুগল সেবার জন্য ব্যবহার করা হবে না।
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মেক্সিকো, স্পেন, ফ্রান্স, সুইডেন, থাইল্যান্ড, ভারত এবং ইন্দোনেশিয়ায় বসবাসকারী গুগল ব্যবহারকারীরা টুলটি ব্যবহার করতে পারবেন।
সূত্র: দ্য ভার্জ
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সবকিছু ভেঙেচুরে বরবাদ হয়ে যাচ্ছে, শাকিবের সিনেমার টিজার দেখে বুবলী
শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। গতকাল রাতে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার দেখে উচ্ছ্বসিত দর্শকরা।
শাকিব খানের ভক্ত-অনুরাগীদের মতো ‘বরবাদ’ সিনেমার টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। অন্যদের মতো তার মন কেড়েছে এটি। এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের মুগ্ধতার কথা জানান এই নায়িকা।
শবনম বুবলী বলেন, “শাকিব খান কেবল বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। অনেক বছর ধরে কাজ করছেন তিনি। তার ‘বরবাদ’ সিনেমার টিজার বের হয়েছে। দেখলাম, সবকিছু ভেঙেচুরে একদম বরবাদ হয়ে যাচ্ছে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। ‘বরবাদ’ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।”
আরো পড়ুন:
বরবাদের টিজারে ধুন্ধুমার অ্যাকশন: মন কেড়েছে শাকিব ভক্তদের
আপনি অনেক সুন্দর, শাকিব খানকে প্রভা
‘বরবাদ’ সিনেমার বেশির ভাগ শুটিং মুম্বাইতে হয়েছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মানব সচদেব, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। এ ছাড়া সিনেমাটির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। আগামী ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
ঢাকা/শান্ত