ঢাকার ইস্কাটনে এসি বিস্ফোরিত হয়ে নিহত ১
Published: 28th, February 2025 GMT
রাজধানী ঢাকার নিউ ইস্কাটনে একটি ভবনে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে আবদুল মালেক খান (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বিয়াম কার্যালয়ের ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। আবদুল মালেক খান ওই কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন মো.
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খান প্রথম আলোকে বলেন, এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, এসি বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় আবদুল মালেক খানকে আজ শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
মৃতের ছোট ভাই সোহেল খান বলেন, তাঁর ভাই ওই কার্যালয়ের ৫০৪ নম্বর রুমে ঘুমাতেন। গত রাতে তিনি ৫০৭ নম্বর রুমে গাড়িচালকের সঙ্গে ঘুমিয়েছিলেন। ঘরের এসি বিস্ফোরিত হয়ে ভাই মারা গেলেন। কিন্তু গাড়িচালকের সামান্য আহত হওয়ার বিষয়টি রহস্যজনক বলে জানান তিনি।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব স ফ র ত হয় আবদ ল ম ল ক
এছাড়াও পড়ুন:
বন্দরে আওয়ামীলীগ নেত্রীর বসত বাড়িতে অগ্নিকান্ড
বন্দরে আওয়ামীলীগ নেত্রীর বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বসত ঘরে আসভাবপত্র পুড়ে গিয়ে প্রায় ২ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। তবে এ ঘটনায় আহত বা প্রানহানির কোন খবর পাওয়া যায়নি।
গত শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর পৌরসভা সংলগ্ন আওয়ামীলীগ নেত্রী শিমলা সুলতানার বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বন্দর ফায়ার সার্ভিস গণমাধ্যমকে জানিয়েছে, মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। সে সাথে অগ্নিকান্ডের কবল থেকে ১০ লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই।