আজ শুক্রবার ছুটির দিনের সকালেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। ‘ছুটির দিনের সকালে’ বিশেষ করে উল্লেখ করার উদ্দেশ্য হলো, এসব দিনে সাধারণত যানবাহন কম চলে এবং অনেক কলকারখানা বন্ধ থাকে। আর যানবাহন ও কলকারখানার দূষিত হাওয়া এ নগরীর বায়ুদূষণের বড় উৎস। এসব উৎস অনেকটা নিয়ন্ত্রিত থাকার পরও আজ সকাল সাড়ে নয়টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৯৩। আর বিশ্বের ১২৩ নগরীর মধ্যে ঢাকা আজ দূষণে তৃতীয়। গতকাল বৃহস্পতিবার ঠিক এ সময়ে বায়ুর মান ছিল ১৯১।

বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পাননি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল। এ মাসেও একটি দিনও ভালো বায়ু পেল না নগরবাসী।

ঢাকার চেয়ে সাধারণত দূষণ অনেক কম থাকে দেশের অন্য বিভাগীয় শহরে। কিন্তু আজ ছুটির দিনে সেসব শহরেও দূষণের মাত্রা মারাত্মক। আজ অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে বায়ুর মান ১৫৭, রাজশাহীতে ১৮৮ ও খুলনায় ১৮১। অর্থাৎ তিন নগরীর বায়ুও আজ অস্বাস্থ্যকর।

বায়ুদূষণে আজ প্রথম স্থানে আছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এ শহরের স্কোর ১৯৯।

রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে মিরপুরের ইস্টার্ন হাউজিং(৪৫৯), সাভারের হেমায়েতপুর (৩০৬) ও পেয়ারাবাগ রেললাইন (২৮৯)।

রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক এবং নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে। কিন্তু দূষণ কমছে না।

দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারিতে দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.

৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ২৩ গুণ বেশি।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে তালেব শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পেড়োলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালেব শেখ একই গ্রামের মৃত ইমতিয়াজ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামরিলডাঙ্গা গ্রামের লস্কর বাড়ি ও শেখ বাড়ির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে রবিবার দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তালেব শেখ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, ‘‘দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’’

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ