সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৪৫ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং।

এই শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৯০, অর্থাৎ শহরটির বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় ১৮৫ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, চতুর্থ ভিয়েতনামের হ্যানয় ও পঞ্চম অবস্থানে রয়েছে নেপালের কাঠামাণ্ডু শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে

.

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ব ব চ ত হয় অবস থ ন

এছাড়াও পড়ুন:

প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন সুস্থ জাতি গঠনে সহায়তা করবে

শারীরিক কার্যক্রম ও প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের ইনানীতে ‘মেরিন ড্রাইভ সাইক্লিং রেইস ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “মেরিন ড্রাইভ অত্যন্ত সুন্দর একটি স্থান। এই নৈসর্গিক পরিবেশে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

আরো পড়ুন:

খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ দেখল হাজারো মানুষ

টিসিজেএ ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

‘রাইড ফর গ্লোরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় মেরিন ড্রাইভ সাইক্লিং রেইস ২০২৫। এই প্রতিযোগিতায় ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ মোট ৪০০ জন দেশি-বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় ছয়টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিজয়ীরা হলেন- প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার বিভাগে নারী বিভাগ থেকে কর্পোরাল শিল্পী খাতুন, পুরুষ বিভাগ থেকে মিজানুর রহমান। অ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার বিভাগে নারী বিভাগ থেকে লরা তুররিনি ও পুরুষ বিভাগ থেকে সৈয়দ মুবিন বিজয়ী হন।

সেনাপ্রধান বলেন, “তরুণ প্রজন্মের সুস্থ জীবনযাপনে উৎসাহ দিতে এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।”

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে কক্সবাজার এরিয়া কমান্ডার ও রামু সেনানিবাসের জিওসি, কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের অভিজ্ঞ বিচারকরা প্রতিযোগিতা আয়োজন ও মূল্যায়নে সার্বিক সহায়তা করেন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ