জীবনের কোর্ট থেকে বিদায় দাবার কিংবদন্তি স্পাসকির
Published: 28th, February 2025 GMT
আনাতোলি কারপভ একবার বলেছিলেন, দাবায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বলে কিছু হয় না। বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব আসলে সারা জীবনের। বরিস স্পাসকিও তাই মনে করতেন। এক সাক্ষাৎকারে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দাবাড়ু কারপভের উক্তি টেনে বলেছিলেন, আসলে এভাবে বলা উচিত ‘আমি যেমন ১০ম বিশ্ব চ্যাম্পিয়ন, মিখাইল তাল ৮ম বিশ্ব চ্যাম্পিয়ন।’
আরও পড়ুনএই প্রথম সাঁতারে তিন বিদেশি কোচ আনা হচ্ছে১৬ ঘণ্টা আগে১৯৬৯ সালে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সেই স্পাসকি বৃহস্পতিবার মস্কোয় মারা গেছেন। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন। স্পাসকির মৃত্যুর খবর শুনে তাঁকে তাঁর বলা কথামতোই স্মরণ করেছেন রাশিয়ার আরেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপরভ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গ্যারি একটি ছবি পোস্ট করেছেন। তরুণ গ্যারি দাবার চালে নিমগ্ন। তাঁর পেছনে দাঁড়িয়ে ধ্যানমগ্ন ঋষির দৃষ্টিতে দাবার ৬৪ ঘরের দুনিয়ায় তাকিয়ে স্পাসকি। ছবির ক্যাপশনে লেখা, ‘শান্তিতে ঘুমান ১০ম বিশ্ব চ্যাম্পিয়ন, বরিস স্পাসকি। ১৯৮৫ সালে হাবনেরের সঙ্গে ম্যাচ আমার কাঁধের ওপর দিয়ে তিনি দেখছেন.
গ্যারি নির্ভেজাল সত্যটাই বলেছেন। দাবায় অমিত প্রতিভাধর স্পাসকি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে যতটা না বিখ্যাত হয়েছিলেন, আইসল্যান্ডের রিকজাভিকে ‘শতাব্দীর সেরা ম্যাচ’ নামের সে লড়াইয়ে হার মেনে যেন আরও বেশি খ্যাতি কুড়িয়েছিলেন! যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে সে সময়ের শীতল যুদ্ধের চূড়ান্ত প্রকাশ ছিল দাবার বোর্ডের ওই ম্যাচটি। বলা হয়, দাবায় আর কোনো ম্যাচ এত নজর কাড়েনি সংবাদমাধ্যম থেকে বাকি সবার মধ্যে, যতটা সেই ‘ম্যাচ অব দা সেঞ্চুরি।’
আরও পড়ুনবিশ্ব জুনিয়র দাবায় মননের ড্র, তাহসিন পেলেন ওয়াকওভার২৬ ফেব্রুয়ারি ২০২৫২০০৮ সালে ফিশার মারা যাওয়ার পর আইসল্যান্ডে তাঁর সমাধির সামনে দাঁড়িয়ে চোখ দুটো মুছে মজা করে স্পাসকি বলেছিলেন, ‘তার পাশে একটু জায়গা হবে কি?’ এই প্রশ্নের উত্তর খোঁজার শেষ ধাপ গতকাল সমাপ্ত করেছেন স্পাসকি। রাশিয়ার দাবা ফেডারেশন জানিয়েছে, ৮৮ বছর বয়সে মারা গেছেন এই বিশ্ব চ্যাম্পিয়ন। তবে ঠিক কী কারণে এবং কখন তিনি মারা গেছেন বিবৃতিতে তা জানানো হয়নি, ‘দশম বিশ্ব চ্যাম্পিয়ন স্পাসকি ৮৮ বছর বয়সে মারা গেছেন। দেশের জন্য বিশাল ক্ষতি।’
১৯৩৭ সালে তৎকালীন লেনিনগ্রাদে (সেন্ট পিটার্সবার্গ) জন্ম নেওয়া স্পাসকির দাবা খেলার শুরু পাঁচ বছর বয়সে। প্রতিভার দ্যুতি ছড়িয়েছিলেন শৈশবেই। জুনিয়র পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জেতার পাশাপাশি ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন, যা তখনকার সময়ে সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড। স্পাসকি নিজেই বলে গেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে পরিবার নিয়ে লেনিনগ্রাদ থেকে পালিয়ে একটি এতিমখানায় দাবা খেলা শিখেছিলেন। আক্রমণাত্মক ও ‘স্যাক্রিফাইসিং’ খেলায় দ্রুতই নজর কেড়ে নেওয়া স্পাসকি ১৯৬১ সালে জেতেন সোভিয়েত চ্যাম্পিয়নশিপ। আট বছর পর স্বদেশি টাইগ্রান পেত্রোসিয়ানকে হারিয়ে জেতেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট। কিন্তু সে মুকুট টিকেছিল মাত্র তিন বছর।
পশ্চিম ও প্রাচ্যের মধ্যে তুঙ্গে ওঠা শীতল যুদ্ধকে অন্য মাত্রা দিয়েছিল ১৯৭২ সালে ফিশার-স্পাসকির সেই ম্যাচ। স্পাসকি শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত জিতেছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ফিশার। এর মধ্য দিয়ে ভেঙে গিয়েছিল ১৯৪৮ সাল থেকে দাবায় শুরু হওয়া সোভিয়েত বিশ্ব চ্যাম্পিয়নদের অপরাজেয় যাত্রা। সেই হারে সাবেক সোভিয়েত প্রশাসন বড় ধাক্কা খেলেও হাঁপ ছেড়ে বাঁচেন স্পাসকি। ম্যাচটির প্রায় চার দশক পর বলেছিলেন, ‘ফিশার আমার কাছ থেকে খেতাবটা নেওয়ার পর বোঝাতে পারব না নিজেকে কতটা ভারমুক্ত মনে হয়েছিল।’ আইকনিক সেই ম্যাচ নিয়ে বই লেখার পাশাপাশি থেকে তথ্যচিত্রও বানানো হয়েছে। এ নিয়ে লেখক ওয়াল্টার টেভিসের ‘দা কুইনস গ্যাম্বিট’ বই থেকে ২০২০ সালে নেটফ্লিক্সে সিরিজও মুক্তি দেওয়া হয়।
সাবেক সোভিয়েত প্রশাসনের তেমন একটা সুনজরে ছিলেন না স্পাসকি। ফিশারের কাছে হারের চার বছর পর ফ্রান্সে চলে যান। ফরাসি এক নারীকে বিয়ে করে দুই বছর পর দেশটির নাগরিকত্বও পান। এরপর বেশ কয়েক বছর জনসম্মুখে আসেননি স্পাসকি। ১৯৯২ সালে সাবেক যুগোস্লাভিয়ায় আরেকবার ফিশারের মুখোমুখিও হয়েছিলেন। অনানুষ্ঠানিক সেই ম্যাচেও অবশ্য হেরেছিলেন স্পাসকি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাঁর জীবনের শেষ দিনগুলো কেটেছে অসুস্থতায় এবং রহস্যজনক পারিবারিক বিরোধে। দুবার স্ট্রোক করার পর ২০১২ সালে তিনি রাশিয়ায় ফিরে যান এক স্পনসরের সহায়তায়। যদিও তখন তাঁর রাশিয়ায় ফেরায় স্ত্রী ও বোনের মত ছিল না। স্পাসকি মস্কোতেই থাকতেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: বছর বয়স বল ছ ল ন হয় ছ ল
এছাড়াও পড়ুন:
দিনাজপুরের গোর-এ শহীদে ঈদের জামাত অনুষ্ঠিত
দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আদায় হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়া এই ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
এর আগে সকালেই জনসাধারণের জন্য মাঠে প্রবেশের গেটগুলো খুলে দেওয়া হয়। এ সময় প্রতিটি মানুষকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে প্রবেশ করানো হয়। পুরো মাঠটি ছিল সিসি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন। ছিল ওয়াচ টাওয়ার ও ড্রোন। যার মাধ্যমে সার্বক্ষণিক মাঠটিকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে র্যাব, পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন ছিল। এছাড়াও প্রতিটি কাতারে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল।
এই জামাতে বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করতে পেরে উচ্ছাস প্রকাশ করেছেন। তারা বলছেন, দিনাজপুরের গোর-এ শহীদ ময়দান ইতিমধ্যেই বড় ঈদের ময়দান ও জামাত হিসেবে পরিচিতি লাভ করেছে। বড় জামাতে অংশগ্রহণ করে তাদের অনুভুতিও ছিল বেশ। ঈদ জামাতকে কেন্দ্র করে মাঠে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিছেন প্রশাসনের কর্মকর্তা।
গাইবান্ধা থেকে আগত জাহিদ হাসান বলেন, এটাই গোর-এ শহীদ ময়দানে আমার প্রথম ঈদের নামাজ। অনুভুতিটা অনেক সুন্দর। এখানকার আয়োজনসহ সব বিষয় ভালো লেগেছে। আল্লাহর কাছে চাওয়া ছিল যে ফিলিস্তিনি ভাইদের জন্য চাওয়া ও দেশের জন্য। আমার ইচ্ছে ছিল যে এখানে নামাজ আদায় করবো, এবারে তা করতে পেরেছি।
গাজীপুর থেকে আসা ইমরান হোসেন বলেন, এই মাঠে নামাজ পড়ার জন্য এসেছি। এত বড় জামাতের কথা শুনেছি, টিভিতে দেখেছি। এই প্রথম এখানে নামাজ আদায় করলাম। আমাকে খুব ভালো লাগছে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে আসা তারেক রহমান বলেন, এখানে লাখো মুসল্লির সমাগম হয়। এটা জেনে আমি এখানে এসেছি। এবারে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল এবং লোডশেডিং ছিল না। সেদিক দিয়ে রমজান এবং সর্ববৃহৎ ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে পারলাম, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।
জয়পুরহাটের জাহিদ হোসেন বলেন, দিনাজপুরে আমার দাদার বাড়ি। এখানে নামাজ করতে পেরেছি এবং এখানে কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না। রাজনৈতিক বক্তব্য থাকলে অনেকেই বিরক্ত হয়। এখানে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় হয়েছে। এখানে আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া কামনা করেছি।
দিনাজপুর শহরের লালবাগ এলাকার সৈয়দ সুলতান আহমেদ বলেন, এখানে নামাজ আদায় করতে এসেছি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল, সবাইকে তল্লাশি করে প্রবেশ করিয়েছেন।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী এ গোর-এ শহীদ ঈদগাহ ময়দান। কথিত আছে, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জামাত এখানে অনুষ্ঠিত হয়। আমি সর্বপ্রথম এই জামাতে অংশগ্রহণ করেছি। আমি দেখেছি, দিনাজপুরবাসী ও পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষজন এখানে নামাজ আদায় করতে এসেছেন। আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে নামাজ আদায় হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় এ বছর সুশৃঙ্খলভাবে এবং বেশি মুসল্লির উপস্থিতিতে এই নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই নামাজে আমাদের পুলিশ নিরাপত্তার বলয়ে ঢেকে রেখেছিল। আমরা এক সপ্তাহ ধরে এই মাঠকে নিরাপত্তা দিয়ে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম। কোনো ধরনের অঘটন ঘটতে পারেনি।
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, সর্বসাধারণ জেলা প্রশাসনকে সহযোগিতা করেছে। আমরা চেষ্টা করেছি, যেন সবাই সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারেন। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন। তাদের জন্য একটা অনুকূল বা নামাজের উত্তম পরিবেশ আমরা তৈরি করতে চাই।
দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোর-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ২০১৭ সালে নির্মিত ৫২ গম্বুজের ঈদগাহ মিনার তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ঈদগাহ মাঠটি ঐতিহাসিক নিদর্শন ও মনোরম কৃতির সৌন্দর্য ও নান্দনিক হিসেবে নির্মাণ কাজ শুরু করা হয়। এই ৫০ গম্বুজের দুই ধারে ৬০ ফুট করে দুটি মিনার, মাঝের দুটি মিনার ৫০ ফুট করে। ঈদগাহ মাঠের মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহেরাব (যেখানে ইমাম দাঁড়াবেন) তার উচ্চতা ৪৭ ফিট। এর সঙ্গে রয়েছে আরও ৪৯টি গম্বুজ। এছাড়া ৫১৬ ফিট লম্বায় ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। উপমহাদেশে এত বড় ঈদগাহ মাঠ দ্বিতীয়টি নেই। পুরো মিনার সিরামিক্স দিয়ে নির্মাণ করা হয়েছে। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং। রাত হলে ঈদগাহ মিনার আলোকিত হয়ে উঠে।
২০১৭ সাল থেকেই প্রতিবারে এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর জেলাসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে করোনার প্রকোপের ফলে গত দুই বছরে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। করোনার প্রকোপ কমে যাওয়ার পর আবারও পরিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত।