চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ইউপি চেয়ারম্যানসহ আহত ৬
Published: 28th, February 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে বারঘরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনর রশিদসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বারঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহত ছয়জনকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ার মাহমুদ বলেন, হারুনর রশিদের হাত ভেঙে গেছে। গুরুত্ব বিবেচনা করে তাঁকে রাজশাহীতে পাঠানো হয়েছে। অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত নাজমুল আলম নামের একজন দোকানদার বলেন, ‘আমার দোকানের সামনে একটি ও তার আগে বাজারে অন্যান্য স্থানে কয়েকটি বিস্ফোরণ ঘটে। মানুষজন আতঙ্কিত হয়ে বাজার ছেড়ে পালিয়ে যায়।’
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া আটটার দিকে বারঘরিয়া বাজারের অমি টেলিকম ও নূর ক্লথ নামে দোকানের কাছে কয়েকজন এসে পাঁচ-সাতটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় স্থানীয় গণ অধিকার পরিষদের নেতা রাকিব জড়িত বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে উত্তেজিত জনতা রাকিবের বন্ধু হিসেবে পরিচিত আল আমিনের মহানন্দা নদীর তীরের রেস্তোরাঁয় ভাঙচুর চালান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আল আমিনের রেস্তোরাঁয় ভাঙচুর চালানো লোকজন পুলিশ দেখে সরে যান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়াকে হুংকার দিয়ে ব্যাটিংয়ে আফগানিস্তান
ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছে আফগানিস্তান। সেমি ফাইনালের দৌড়ে এবার আফগানদের মুখোমুখি 'মাইটি অস্ট্রেলিয়া'। জিতলে নিশ্চিত শেষ চার আর হারলেও জেগে থাকবে সম্ভাবনা, বন্ধ হবে না দুয়ার।
লাহোরে শুক্রবার হুংকার দিয়েই নামছে আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক হাশমতুল্লাহ শাহীদি। অজিদের বিপক্ষে ম্যাচ নিয়ে আফগান অধিনায়ক বলেন, 'আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে আমরা খুশি। অজিদের বিপক্ষে আমাদের পরিকল্পনা রয়েছে, আশা করি আগের ম্যাচের ভুলগুলো কাটিয়ে উঠবো।'
একই মাঠে ইংলিশদের বিপক্ষে খেলেছে অস্ট্রেলিয়া। রেকর্ড রান তাড়া করে জয়ের কীর্তি গড়ে স্টিভ স্মিথের দল। আফগানদের আশা স্পিন দিয়ে অজিদের বধ করা সহজ হবে। স্মিথ বলেন, 'আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আমরা আক্রমনাত্বক খেলার মানসিকতা নিয়ে এসেছি।'
আরো পড়ুন:
না জিতেও সেমি ফাইনালে উঠতে পারবে আফগানরা!
আফগানিস্তানের নেক্সট টার্গেট অস্ট্রেলিয়া
দুই দলের একাদশে কোনো পরিবর্তন ঘটেনি। রশিদ খান-নূর আহমেদদের উপর আস্থা রেখেই গড়া হয়েছে একাদশ। ইনজুরি জর্জরিত অস্ট্রেলিয়া এবার কেমন করে সেটাই দেখার।
অস্ট্রেলিয়া
ম্যাথু শর্ট, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশ্যানে, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষম), গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন।
আফগানিস্তান
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষন), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নূর আহমদ, ফজল হক ফারুকী।
ঢাকা/রিয়াদ/নাভিদ