ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে আদর্শ মানেন এনজেল নূর। ক্লাসের ফাঁকে অরিজিৎকে গুনগুনাতেন। অরিজিতের গান গেয়েই ২০১৯ সালে গায়ক হিসেবে আত্মপ্রকাশ। ‘ফির লে আয়া দিল’ গাওয়ার ভিডিওটি ফেসবুকে রীতিমতো ছড়িয়ে পড়েছিল।

বছর চারেক ধরে কাভার গান করে এবারই প্রথম অরিজিনাল গান প্রকাশ করেন এনজেল। ‘যদি আবার’ শিরোনামের সেই গানটি ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘কী দারুণ গান!’

গতকাল সকালে খবরটি শোনার পর প্রথমে ভেবেছিলেন, প্রাইভেট অ্যাকাউন্টটি ভুয়া। পরে নিশ্চিত হয়েছেন, অ্যাকাউন্টটি অরিজিৎ নিজেই চালান। গতকাল বিকেলে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এনজেল বললেন, ‘আমি এখন শকড। সংগীত মানুষকে একত্র করে। এটা আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি।’

এনজেল নূর.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনজ ল

এছাড়াও পড়ুন:

বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছর দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ সোমবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালসমূহ সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে
এই তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা।

অনুষ্ঠানে নূরজাহান বেগম মন্তব্য করেন, ‘দেশে চিকিৎসকের ঘাটতি অত্যন্ত প্রকট। তবে আশা করছি, বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।’

বাংলাদেশ রেলওয়ের ১০টি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আজ সমঝোতা স্মারক সই হলেও হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে শুধুমাত্র রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা এই হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিচ্ছেন।

সম্পর্কিত নিবন্ধ