যার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর?
Published: 28th, February 2025 GMT
ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে আদর্শ মানেন এনজেল নূর। ক্লাসের ফাঁকে অরিজিৎকে গুনগুনাতেন। অরিজিতের গান গেয়েই ২০১৯ সালে গায়ক হিসেবে আত্মপ্রকাশ। ‘ফির লে আয়া দিল’ গাওয়ার ভিডিওটি ফেসবুকে রীতিমতো ছড়িয়ে পড়েছিল।
বছর চারেক ধরে কাভার গান করে এবারই প্রথম অরিজিনাল গান প্রকাশ করেন এনজেল। ‘যদি আবার’ শিরোনামের সেই গানটি ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘কী দারুণ গান!’
গতকাল সকালে খবরটি শোনার পর প্রথমে ভেবেছিলেন, প্রাইভেট অ্যাকাউন্টটি ভুয়া। পরে নিশ্চিত হয়েছেন, অ্যাকাউন্টটি অরিজিৎ নিজেই চালান। গতকাল বিকেলে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এনজেল বললেন, ‘আমি এখন শকড। সংগীত মানুষকে একত্র করে। এটা আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি।’
এনজেল নূর.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনজ ল
এছাড়াও পড়ুন:
ভাঙ্গা থানার ওসি গ্রেফতার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল।
জানা যায়, বুধবার রাত ১০টার দিকে তাকে ভাঙ্গা থানা থেকে গ্রেফতার করা হয়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী তাকে ঢাকার ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি গাজীপুরের মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম।
গত ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর থানায় হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী, হবিগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, পরিদর্শক বদিউজ্জামান, হবিগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শফিকুল ইসলামসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ১৮ জনই পুলিশ সদস্য।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা থাকায় তাকে গ্রেফতার দেখিয়ে ওই আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, ভাঙ্গার ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মামলা ইস্যু করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্ট হলে ফরিদপুর থেকে তাকে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তবে, মামলার নম্বরটি এখন পর্যন্ত পাইনি।
এম জি