বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জহিরুল হক রানা। সঞ্চালনা করেন মাইনুল হাসান সোহেল।

সভায় সর্বসম্মতিক্রমে বাসস’র জহিরুল হক রানাকে সভাপতি ও দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নাসির আল মামুন (দৈনিক আজকাল), শাহ মোহাম্মদ মনোয়ার জাহান কবীর (দিনকাল), শফিকুল ইসলাম শামীম (ইনকিলাব) ও গাযী আনোয়ার (নিউ নেশন)।

যুগ্ম সম্পাদক হয়েছেন মেহেদী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন), শহিদুল ইসলাম রানা (বাসস), মিজানুর রহমান (মিজান রহমান) প্রতিদিনের সংবাদ ও জাওহার ইকবাল খান (বাংলাদেশর আলো)।

এছাড়াও কোষাধ্যক্ষ জাকির হোসেন (আজকের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো.

মাজহারুল ইসলাম (সম বাংলা), সহ-সাংগঠনিক সম্পাদক রফিক মৃধা (দিনকাল), দপ্তর সম্পাদক মিজান শাহজাহান (এটিএন বাংলা), প্রচার সম্পাদক আমিনুল ইসলাম (এটিএন নিউজ), নারী সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি (ভোরের কাগজ), ক্রীড়া সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল (নিউজ টুডে), সাংস্কৃতিক সম্পাদক এইচএম আল আমীন (পর্যবেক্ষণ), তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক শামীম হাওলাদার (নয়া দিগন্ত) এবং সহ-তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ (ঢাকা প্রতিদিন)।

নির্বাহী সদস্যরা হলেন- আবদুস সালাম হাওলাদার বাচ্চু (বাংলাদেশ টুডে), রেজাউল করীম বাবুল (সরাসরি), রফিক উল্লাহ সরকার (ডেইলি স্টেট), রফিকুল ইসলাম সুজন (যুগবার্তা), শাহ আলম ডাকুয়া (নতুন সংবাদ), মাসুম বিল্লাহ (দিগন্ত টেলিভিশন), মাসুম মিজান (সময়), জিলানী মিল্টন (নয়া দিগন্ত), কামরুল ইসলাম (সমকাল), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), মাহমুদা ডলি (আমার দেশ), তাপসী রাবেয়া আঁখি (দেশ রূপান্তর), মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি), সাইরাস মাহমুদ (জিটিভি), মিজানুর রহমান সবুজ (বাংলাভিশন), বশির হোসেন খান (জনবাণী), মহসিন স্বপন (মুক্ত খবর), জিনিয়া কবির সূচনা (চ্যানেল ২৪), ফররুখ বাবু (বাংলাভিশন), শাকিল আহমেদ (সময়ের আলো), মো. জিয়াউর রহমান (নতুন কাগজ), এইচ আর শফিক (সকালের সংবাদ) ও মেহেদী হাসান (রূপছায়া)।

ঢাকা/হাসান/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র রহম ন ল ইসল ম গঠন ক

এছাড়াও পড়ুন:

সম্পাদক গোলাম সারওয়ারের ৮৩তম জন্মদিন আজ

দেশবরেণ্য সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ারের ৮৩তম জন্মদিন আজ মঙ্গলবার। ১৯৪৩ সালের ১ এপ্রিল আজকের এই দিনে তিনি বরিশালের বানারীপাড়ায় জন্মগ্রহণ করেন। দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম কারিগর বলা হয় তাঁকে। দৈনিক ইত্তেফাকের তিন দশকের বার্তা সম্পাদক গোলাম সারওয়ার দৈনিক যুগান্তরেরও প্রতিষ্ঠাতা সম্পাদক। সমকালের সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে তিনি মারা যান।

দেশের সাংবাদিকতার প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব গোলাম সারওয়ার ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সেই থেকে টানা পাঁচ দশকের বেশি তিনি এ পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেন। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি পেয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে গোলাম সারওয়ারের সাংবাদিকতা পেশার সূচনা। একই বছর দৈনিক সংবাদের সহসম্পাদক হিসেবে যুক্ত হন। ১৯৭১ সালে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের পর কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহসম্পাদক হিসেবে যুক্ত হন। এরপর ১৯৯৯ সাল পর্যন্ত যথাক্রমে প্রধান সহসম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মেধা, নিষ্ঠা ও দক্ষতায় উৎকর্ষের কারণে গোলাম সারওয়ারকে অনেকেই ‘সাংবাদিকদের শিক্ষক’ হিসেবে অভিহিত করেন। তিনি বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ মঙ্গলবার বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা জানানো হবে। প্রয়াত সম্পাদকের জামাতা মিয়া নাঈম হাবীব জানান, পরিবারের পক্ষ থেকে বানারীপাড়ায় গ্রামের বাড়িতে তাঁকে স্মরণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ