Prothomalo:
2025-04-11@01:08:03 GMT

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

Published: 28th, February 2025 GMT

ছবি: প্রথম আলো

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিশ্বের উৎপাদন হাব হিসেবে দেশকে গড়ে তোলার ঘোষণা এনসিপির

বিশ্বের উৎপাদন হাব (কেন্দ্রবিন্দু) হিসেবে দেশকে গড়ে তুলতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছে দলটি। একই সঙ্গে বেকারত্ব কমিয়ে আনা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানো এবং ঘুষ ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার অঙ্গীকার করেছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এনসিপির প্রতিনিধি দলের পক্ষ থেকে এসব বিষয় তুলে ধরেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সেখানে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছে এনসিপির প্রতিনিধি দল। এনসিপি ছাড়া বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দল বৈঠক করেছে। 

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের দেশ কৃষিনির্ভর। কীভাবে কৃষিকে প্রযুক্তিনির্ভরে রূপান্তর করতে পারি, কীভাবে এটিকে পুরো বিশ্বের একটি উৎপাদন হাব বানানো যায়, সে বিষয়ে আমরা বিনিয়োগকারীদের বলেছি।’

তিনি আরও বলেন, ‘কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বড় বড় দেশে যারা বিনিয়োগ করে, তারা আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা তাদের আশ্বস্ত করেছি। আমরা রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিত করেছি।’

তিনি জানান, বাংলাদেশ আগামীতে একটি বিনিয়োগ স্বর্গে রূপান্তরিত হবে। সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তরুণরা।

নাসীরুদ্দীন বলেন, ‘ইজ অব ডুয়িং বিজনেস ওয়ার্ক র‌্যাঙ্কিংয়ে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৬৮তম। নাগরিক পার্টি ক্ষমতায় গেলে এ অবস্থান শীর্ষ ৫০-এ নিয়ে যাব। আমাদের বার্ষিক এফডিআই ১৩০ কোটি থেকে ১৫০০ কোটি ডলারে নিয়ে যাব।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘বিনিয়োগকারীরা বলেছেন, গত ৫৩ বছরে তারা কোথায় কাজ করতে গিয়ে ঘুষ, নিয়ম জটিলতার সম্মুখীন হয়েছেন। আমরা আশ্বস্ত করেছি, এনসিপি সরকারে গেলে ওয়ান স্টপ সলিউশনে (এক টেবিলে সমাধান) যাব।’

এ ছাড়া এনসিপির পক্ষ থেকে হাইটেক, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র, গাড়ি ও পোশাকশিল্পে বৈচিত্র্যায়ন ঘটিয়ে বিনিয়োগ হাব তৈরি করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের এ দেশের মাদ্রাসাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেছি। মাদ্রাসার ছাত্ররা আরবি জানে। তাদের কর্মসংস্থানের ব্যাপারে বলেছি।’

বিরোধী দলে গেলে এনসিপি হরতাল-অবরোধ ডাকবে কিনা এমন প্রশ্নে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকার ও বিরোধী দল মিলে রাষ্ট্র। আমরা বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছি রাজনৈতিক দল হিসেবে সব সময় ব্যবসাবান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করব। ভবিষ্যৎ বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, আমরা এখানে আশাবাদী।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির, যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল প্রমুখ।


 

সম্পর্কিত নিবন্ধ