‘আমার স্বামী রাজনীতির পাশাপাশি সমাজ ও মানুষের উপকার করতেন। তাঁর ইচ্ছা ছিল উপজেলা পরিষদের নির্বাচন করে মানুষের আরও বেশি সেবা করবেন। কিন্তু ওরা আমার স্বামীকে বাঁচতে দিল না। আওয়ামী লীগের সন্ত্রাসী নূরে আলমের পরিকল্পনায় আর বিএনপি নেতা লুৎফর রহমান ও তার সহযোগীরা আমার স্বামীকে নির্মমভাবে মেরে ফেলল। আমি এই হত্যার বিচার চাই।’

প্রতিপক্ষের হামলায় নিহত শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস গোলাম জাকারিয়া বাদলের স্ত্রী পপি বেগম এ কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে স্বামীর বাড়িতে বসে বিলাপ করতে করতে কথাগুলো বলেন তিনি।

বিএনপি নেতা গোলাম জাকারিয়া সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। তাঁকে হত্যার অভিযোগে এখনো কোনো মামলা হয়নি। তবে সদর থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ‍দুজনকে আটক করেছে।

গোলাম জাকারিয়ার স্ত্রী পপি বেগম আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী ও কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন তাঁর স্বামী। এ জন্য নূরে আলম বিভিন্ন সময় তাঁর স্বামীকে হুমকি দিতেন। এমনকি কয়েক মাস আগে তাঁর স্বামীর ওষুধের দোকান ভাঙচুরও করেন। বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত নূরে আলম সিদ্দিকী সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে শেরপুর জেলা কারাগারে বন্দী রয়েছেন। কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান কারাগারে গিয়ে নূরে আলমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এরপর নূরে আলমের নির্দেশে লুৎফর রহমান ও তাঁর ১৫-১৬ জন সহযোগী তাঁর (পপি বেগম) স্বামী জাকারিয়া বাদলকে কুপিয়ে হত্যা করেন। নূরে আলমের নির্দেশে তাঁর (জাকারিয়া) ওপর হামলা করার কথা মৃত্যুর আগে জাকারিয়া স্বজনদের কাছে বলে গেছেন।

তবে নূরে আলম সিদ্দিকী কারাগারে আটক থাকায় ও লুৎফর রহমান পলাতক থাকায় বিএনপি নেতা পপি বেগমের স্বামী গোলাম জাকারিয়াকে হত্যার অভিযোগ প্রসঙ্গে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভীমগঞ্জ গ্রামে গোলাম জাকারিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, জাকারিয়া হত্যাকাণ্ডে তাঁর পরিবার ও এলাকাবাসী মধ্যে শোকে মুহ্যমান। বাড়ির আঙিনায় অনেক প্রতিবেশী ও স্বজন ভিড় করে আছেন। জাকারিয়া বাদলের স্ত্রী পপি বেগমকে জড়িয়ে ধরে বড় ছেলে তানভীর আহমেদ কাঁদছেন। আর ছোট ছেলে গোলাম তাহসিনুর তাবিব অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে।

শেরপুরে প্রতিপক্ষের হামলায় নিহত বিএনপি নেতা গোলাম জাকারিয়ার বড় ছেলে তানভীর আহমেদ মা পপি বেগমকে জড়িয়ে ধরে কাঁদছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভীমগঞ্জ গ্রামে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ৎফর রহম ন সদর উপজ ল আম র স ব ম ব এনপ আলম র

এছাড়াও পড়ুন:

ম্যানসিটিতে ‘নতুন মেসি’ নিয়ে আসলেন গার্দিওলা 

কদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারার পর ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা বলেছিলেন দলে নতুন কিছু তরুণ ফুটবলার যুক্ত করতে চান তিনি। গুঞ্জণ আছে যে, এই মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন দলটির কিংবদন্তিতুল্য ফুটবলার কেভিন ডি ব্রুইনা ও বের্নার্ড সিলভা। সেই পথ অনুসরণ করবেন ইলকায় গুন্দোয়ান ও জ্যাক গ্রিলিশ। তাই তো তরুণ ফুটবলারদের দলে ভেড়াতে শুরু করে দিয়েছে ম্যানসিটি।

গার্দিওলা তার কথা। দলটিতে নিয়ে এসেছেন ক্লাউদিও এচেভেরিকে। যাকে ‘নতুন মেসি’ ডাকা হয়। এই ১৯ বছর বয়সী আর্জেন্টাইন গত বছরের জানুয়ারিতে সিটিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সারেন। তবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৫) সিটির হয়ে খেলার জন্য ইংল্যান্ড পাড়ি জমান এই তরুণ আর্জেন্টাইন।

আরো পড়ুন:

হেরে তরুণ ফুটবলার কেনার কথা জানালেন গার্দিওলা

ম্যানসিটিকে ধসিয়ে রোনালদোকে ছোঁয়ার যাত্রা শুরু এমবাপ্পের

এচেভেরি আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের হয়ে বয়স ভিত্তিক দলে প্রতিভার সাক্ষর রেখে নজরে আসেন ইউরোপের বড় ক্লাবগুলোর। তবে অর্থ খরচে সবচেয়ে পটু সিটি বাকি ক্লাবগুলোকে টেক্কা দিয়ে ২০২৪ সালের ২৫ জানুয়ারি দলে টানেন এই তরুণ মিডফিল্ডারকে। সিটির সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি করেন তিনি।

বয়সে তরুণ হওয়ায় এবং সামনে দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপ থাকায় গতবছর আর সিটিতে যোগ দেননি এচেভেরি। ধারে রয়ে যান শৈশবের ক্লাব রিভার প্লেটেই। শিরোপা জিততে না পারলেও দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে এই মিডফিল্ডারের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। যেখানে ৯ ম্যাচে ৬ গোল করে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন এচেভেরি। টুর্নামেন্টটি শেষ হওয়ায় সিটির জার্সি গায়ে তুলতে আটলান্টিক পাড়ি দিলেন এই ১৯ বছর বয়সী এটাকিং মিডফিল্ডার। তাকে দেওয়া হয়েছে ৩০ নাম্বার জার্সি।

সিটিতে যোগ দেওয়ার পর এচেভেরি বলেছেন, “ম্যানচেস্টারে থাকতে এবং নিজেকে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পেরে আমি কতটা রোমাঞ্চিত।, তা বোঝাতে বলে বোঝাতে পারব না। ফুটবল আমার জীবন। আমার স্বপ্ন ছিল ইউরোপের সেরা একটি দলের হয়ে খেলা। আজ আমি আমার স্বপ্নের নিকটে চলে এলাম। ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা দলগুলোর একটি। তারা শুধু ট্রফি জিতছে এমন না, তারা খুব সুন্দর খেলে। আমি অনেক আনন্দিত।” 

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ