‘সুরাল ২’, অ্যামাজন প্রাইম ভিডিও
পুস্কর ও গায়েত্রী ভারতের আলোচিত নির্মাতা দম্পতি। তাঁরা নজর কাড়েন তামিল ছবি ‘বিক্রম বেদা’ বানিয়ে। এরপর তাঁদের লেখা তামিল সিরিজ ‘সুরাল: দ্য ভোটেক্স’ও ব্যাপক প্রশংসিত হয়েছিল। এবার আসছে সেই সিরিজের দ্বিতীয় মৌসুম। আজ শুক্রবার মুক্তি পাবে ক্রাইম থ্রিলার সিরিজটির দ্বিতীয় মৌসুম।

‘সুরাল ২’–এর পোস্টার থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বিকল একটি ট্রাকে আরেকটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে বিকল ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালকের সহযোগী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাফিজুর রহমান। বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঘরা গ্রামে।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘‘বিকল ট্রাকের চালক ও সহকারী মহাসড়কের পাশে ট্রাকের চাকা ঠিক করছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাফিজুর নিহত হন। আহত হন তার সহযোগী আবুল কালাম। আহতকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’’

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ