দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আবেদন করেছেন ৬৮ হাজার ৬৮৪ জন। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মোট আসন ৫৪৫টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১২৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারও পাস নম্বর ৪০।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়িয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার এক ঘণ্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের আবেদন, ই-মেইল ও টেলিফোনিক বার্তার পরিপ্রেক্ষিতে প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙ্গিন প্রিন্ট গ্রহনের সময়সীমা আগামী ২৭/২/২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে ২৮/২/২০২৫ সকাল ৯.

০০ টা পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে উল্লিখিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আরও পড়ুনবুয়েটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ২৬ ফেব্রুয়ারি ২০২৫ভর্তি পরীক্ষা কত নম্বরে—

লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ (এক) নম্বর করে মোট নম্বর ১০০ (এক শ)। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন—জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ২০, ইংরেজি ১৫, সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তজাতিক বিষয়াবলি) ১০।

পরীক্ষার সময়কাল ১ (এক) ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হবে। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তিও বিদেশে বিডিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

এসএসসি/‘ও’ লেভেল/সমমান ও এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ (একশত) নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ণ করা হবে। এসএসসি/ও লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১০ গুণ=৫০ নম্বর (সর্বোচ্চ) এইচএসসি/এ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১০ গুণ =৫০ নম্বর (সর্বোচ্চ)।

আরও পড়ুনইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালামে বৃত্তি, মাসে ২ লাখের সঙ্গে নানা সুযোগ২২ ঘণ্টা আগেদ্বিতীয়বার ভর্তি–ইচ্ছুকদের কত নম্বর কাটা—

পূর্ববর্তী বছরের (২০২৩ সালে) এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৩ (তিন) নম্বর এবং পূর্ববর্তী বছরের (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে) সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ৬ (ছয়) নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

আরও পড়ুনজাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ১৯ বিশ্ববিদ্যালয়ে পড়তে করুন আবেদন১৮ ঘণ্টা আগেআরও পড়ুনজাপানে ৩-৬ মাসের ইন্টার্নশিপ, বিমান টিকিট-আবাসন-ইনস্যুরেন্সের সঙ্গে দিনে ২৪০০ ইয়েন০৬ জানুয়ারি ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ য় প র শ ক ষ বর ষ পর ক ষ র থ র জন য ল কল জ

এছাড়াও পড়ুন:

পটুয়াখালীর সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশনের সম্মাননা-২০২৪ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সেই আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন ওরফে আলালকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেপ্তার আলাল পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় আলালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। 

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা আলাল গত ৩১ জানুয়ারি নিজের ফেসবুকে শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশন সম্মাননা-২০২৪ পাওয়ার ক্রেস্ট ও সনদপত্র নিয়ে পোস্ট দেন। মুহূর্তের মধ্যে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরে এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি’র সাধারণ নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। এমনকি এ ঘটনায় জেলা বিএনপির শীর্ষ নেতারাও ক্ষোভ প্রকাশ করেছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সেনাবাহিনী নেবে নার্স, দ্রুত আবেদন করুন
  • গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়া মামলার ৫ আসামি কারাগারে 
  • পটুয়াখালীর সেই আ. লীগ নেতা গ্রেপ্তার
  • জুলাই অভ্যুত্থানে শহীদরা ‘জুলাই শহীদ’ নামে অভিহিত হবেন
  • ডেন্টাল ভর্তি পরীক্ষা কাল, প্রবেশপত্র ডাউনলোডে নতুন নির্দেশনা
  • প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৩৮, দ্রুত আবেদন করুন
  • রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে
  • নিটোরে ভর্তিতে আবেদন করেছেন কি, দ্বিতীয়বার পরীক্ষার সুযোগসহ জেনে নিন সব তথ্য
  • ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার