নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে পৌরসভার দৈলেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটজনকে আসামি করে বুধবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন ওই নারী। প্রধান অভিযুক্ত মো. সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রকাশ্যে চাপাতি দিয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দির এক নারী বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর দেবরকে নিয়ে মদনপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে যান। রাতে তারা সিএনজিচালিত অটোরিকশায় কৃষ্ণপুরা এলাকায় তাঁর খালাতো ভাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় কয়েকজন তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তাদের দেশি অস্ত্র ঠেকিয়ে দৈলেরবাগ এলাকার লাল মিয়ার পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়। মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও নারীর স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। পরে তারা অন্য একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশকে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই
কারওয়ান বাজারে মঙ্গলবার পুলিশকে প্রকাশ্যে কুপিয়ে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ধারালো চাপাতি উঁচিয়ে ফুলহাতা গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক যুবক বারবার ভুক্তভোগী পুলিশ সদস্যের দিকে তেড়ে যাচ্ছে। ওই সময় হাতকড়া পরানো মাদক কারবারি মাথা দিয়ে পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করে। একই সময় চাপাতি হাতে থাকা যুবক পুলিশ সদস্যের বাঁ হাতের বাহুতে কোপ দেয়। ঘটনার সময় আশপাশে উৎসুক জনতার ভিড়ও দেখা যায়। কাউকে ওই পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায়নি। এক পর্যায়ে ওই পুলিশ সদস্যকে মাদক কারবারির হাত থেকে হাতকড়া খুলে দিতে দেখা যায়।
ডেভিল হান্টে গ্রেপ্তার ৭৪৩
সারাদেশে চলমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত অপারেশন ‘ডেভিল হান্টে’ আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছে আরও ৯১৪ জন। ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৬৫৭ জন। গ্রেপ্তারকালে শুটারগান, কার্তুজ, চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঢাকায় ছিনতাইসহ নানা অপরাধে গ্রেপ্তার ২৫৬
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে ২৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে ১৩ ডাকাত, ৩২ পেশাদার ছিনতাইকারী, ছয় চাঁদাবাজ, ১৯ চোর, ২৮ চিহ্নিত মাদক কারবারি এবং ৪১ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকু, ছুরি, প্রাইভেটকার, স্কুটি, মোটরসাইকেল, অটোরিকশা, ওয়াকিটকি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় মামলা হয়েছে ৬৫টি।
আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্থানীয়রা
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজন উপপরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। পুলিশ লাইন্সে সংযুক্ত করা পুলিশ সদস্যরা হলেন– ইন্দুরকানী থানার উপপরিদর্শক পলাশ সাহা, সহ-উপপরিদর্শক আলমগীর হোসেন, রুহুল আমিন, কনস্টেবল মো.
সোমবার ইন্দুরকানী থানা পুলিশ ঢেপসাবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা করে আওয়ামী লীগ নেতা হেলাল খানকে ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনায় পুলিশের কাজে বাধার অভিযোগে অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, হেলাল খান নাশকতা মামলার আসামি। খবর পেয়ে তাকে গ্রেপ্তার করলে স্থানীয়দের সহায়তায় পুলিশের ওপর হামলা করে তিনি পালিয়ে যান।
উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর প ল শ সদস য এল ক য় র ঘটন ঘটন য়
এছাড়াও পড়ুন:
থানার ওসির ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার সমালোচনার ঝড় ওঠে।
ভিডিওতে দেখা যায়, এনায়েত হোসেন একটি লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন– ‘কম টাকা দিলে সম্মান থাকে।’ এর পর তিনি টাকাসহ আবেদনটি নিজের ড্রয়ারে রেখে দেন। ভিডিওতে ওসির সামনে আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনকে দেখা যায়।
ভিডিও ছড়িয়ে পড়ার পর আজ বিকেলে সংবাদ সম্মেলন করেন এনায়েত হোসেন। খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীকে দুই পাশে বসিয়ে তিনি বলেন, ‘ফেসবুকে আসা ভিডিওর ঘটনা পাঁচ-ছয় মাস আগের। মারামারির ঘটনায় খাগকান্দা ইউনিয়নের এক নারী অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার জন্য বিএনপি নেতা বেলায়েত হোসেনকে দায়িত্ব দিই। তিনি ঘটনাটি মীমাংসা করলেও বাদীর জন্য ক্ষতিপূরণ আনেননি।’
ওসির ভাষ্য, পরে আমি বিবাদীদের ডেকে দুই-আড়াই হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে আবেদনপত্রের সঙ্গে দিতে বলি। তাদের টাকা আমি সবার সামনে ড্রয়ারে রেখে পরে বাদীকে দিয়েছি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে এখন ঘটনাটি ছড়ানো হচ্ছে।
বিএনপি নেতা বেলায়েত হোসেন বলেন, ‘ওসি দায়িত্ব দেওয়ার পর আমি বিবাদ মীমাংসা করেছি। পরে তিনি বাদীকে দেওয়ার জন্য বিবাদীদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের সামনে ড্রয়ারে রাখেন। এখন ফেসবুকে যা বলা হচ্ছে, তা সঠিক নয়।’
সংবাদ সম্মেলনে ওসি দাবি করেন, আড়াইহাজার থানায় মামলা, জিডি ও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কোনো টাকা দিতে হয় না। তবে ভিডিওতে শাহীন সিকদার নামে ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, টাকা না দেওয়ায় আমার পুলিশ ক্লিয়ারেন্স সনদ ১২ দিন আটকে রেখেছিলেন ওসি এনায়েত হোসেন। পরে দুই হাজার টাকা দিয়ে পেয়েছি।
ঊর্মি ইসলামের মন্তব্য, ‘এই ওসি অনেক বিপজ্জনক। টাকা না দেওয়ায় দুটি মিথ্যা মামলায় তিনি আমার স্বামীকে এক জেল খাটাচ্ছেন।’ এসব অভিযোগও মিথ্যা এবং বানোয়াট দাবি করেন এনায়েত হোসেন।
এদিকে গত বুধবার ওসির অনিয়ম-দুর্নীতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ ডাকযোগে পাঠিয়েছেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি সালাউদ্দিন মোল্লা এবং জিসাস কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকনের স্ত্রী আনোয়ার আক্তার বেবী।
ওসি এনায়েতের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ অন্যান্য অনিয়মের অভিযোগ তদন্তে দুটি কমিটি হয়েছে। ঢাকা রেঞ্জের
ডিআইজি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার কমিটিগুলো করেছেন বলে জানা গেছে।