এখন হেমন্ত রাত্রি

এখন হেমন্ত রাত্রি
কোথাও কোনো নগরীতে ছিলাম না যেন 
     হাজার বছর আগে 
ঘাসে শিশির বাতাবি বনের জ্যোতিছায়া ও জল্পনার ভিতর চাঁদ
নিভে জ্বলে উঠছে
এই সমাধি শীত
শান্ত মৃতদের 

এই পবিত্র অন্ধকারে হেমন্ত রাত্রি
  এ ছাড়া বাইরে মলিন নদীর অবধি নেই
    অসংখ্য রক্তের নদী তোলপাড় করছে
     কে সেই আবিলতাকে ফুরিয়ে 
       এই নির্মলতাকে গ্রহণ করবে 
         সেই কাংস্য─ বন্দর বিমোহ─ ক্রেংকার এড়িয়ে
          এই নির্জ্জনতাকে 

আহা, দেওদারবীথি, ঘাস, শিশির, বাতাবি বন
  আমি শুধু একটি মৃতাকে পাবার জন্য এসেছিলাম 
    আমার অনপনেয় অনন্ত জীবিতদের রৌদ্রে সুদূর
      দিল্লী-বোম্বে-কলকাতায় সকলকে অগ্রসর হতে দিয়ে 

অনেক মহাশ্বেত ঘোড়ার রঙে নীল
   আকাশ ভরে ফেলে ঢের
     শ্বেতশক্তি গর্জ্জন করছে সেখানে 

জয়─ নব নব প্রভাতের জয় 

এইখানে নিরায়োজন সব
এখন অঘ্রান সব
অঘ্রানের রাত্রি, হাওয়া, থেমে যাওয়া─ এসে থেমে থাকা 
হাজার বছর আগে নারি, এক নগরীতে তুমি 
চলে গিয়ে ছিলে বলে আজকে হেমন্তরাতের পল্লীভূমি
ন্যাগ্রোধ শ্মশান ঘাস শিশির তারার অগ্নি পাখি 
প্রভৃতি আশ্চর্য্য সব সনাতন জিনিসের মনে একাকী। 

রচনাকাল: অক্টোবর ১৯৪৫। খাতা-৩৮


সামাজিক পরিবেশে চায়ের আসরে

সামাজিক পরিবেশে চায়ের আসরে আড্ডা মাঝামাঝি জমেছে এমন
গাধার রগড় শুনে অনেক দেখেছি আমি সমবেত কুকুরের কান 
খাড়া হয়─ তারপর বার হয়ে আসে বিষদাঁত
এখানে সে সব নেই─ নিজেদের মৌতাতে নিজেদের প্রাণ 
   ঈষৎ সুদীর্ঘ হয়ে নড়ে যায় দেখা গেল যখন হঠাৎ 
   ভোরের সিঁড়ির পথ বেয়ে আমি ছাদের উপরে 
   দাঁড়ালাম একা গিয়ে নগরীর নীলিমার নিচে
কুলোর মতন কান অনপনেয়ভাবে নড়ে 
যেইখানে সৃষ্টির মহনীয় মহান হাতীর 
দু’চার  মুহূর্ত্ত আমি এমন বিষম মনোভাবে
দাঁড়াতেই দেখা গেল আকাশপ্রদীপে শঙ্খচিল
হিসাবের গরমিল সোনালি ও নীল এই পাখির হিসাবে।

রচনাকাল: আগস্ট ১৯৪১। খাতা ৩৫ক।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ মন ত

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের শোক ঘোষণা

মিয়ানমারে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৯০০। এখনো নিখোঁজ ২৭০ জন। এমন অবস্থায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পন থাইল্যান্ডসহ প্রতিবেশী আরও সাতটি দেশে অনুভূত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডেও বহুতল ভবন ধসে পড়াসহ প্রাণহানির ঘটনা ঘটেছে।

ভূমিকম্পে মিয়ানমারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় রয়েছে। শহরটিকে ১৭ লাখ লোকের বসবাস। ভূমিকম্পে সেখানে এমন বিপর্যয় নেমে এসেছে যে সেখানে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়েছে। মূলত সেখানকার এমন পরিস্থিতি সামনে আসার পর সরকারের পক্ষ থেকে এ শোকের ঘোষণা এল। মান্দালয়ের বাসিন্দারা শুক্রবার থেকে টানা দিনরাত সড়কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

জাতিসংঘের আবেদন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাহায্যকারী সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধে নাকাল মিয়ানমারের অবস্থা ভূমিকম্পের ঘটনায় আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ।

৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৪

মিয়ানমারে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে তাঁদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

সম্পর্কিত নিবন্ধ