কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’। এ আয়োজনে গাইতে বৃহস্পতিবার প্রথম আলোর ঢাকা কার্যালয়ে এসেছিলেন সংগীতশিল্পী নাফিস কামাল।
‘স্মরণে ঋত্বিক’ দিয়ে শুরু করেন নাফিস। চলচ্চিত্রকার ঋত্বিক ঘটককে নিয়ে গানটি লিখেছেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। এরপর গান শহীদ মাহমুদ জঙ্গীর লেখা ও নকীব খানের সুরে ‘দুদণ্ড মুখোমুখি’। একে একে পরিবেশন করেন প্রিন্স মাহমুদের লেখা ‘যদি হিমালয় হয়ে’, নির্মলেন্দু গুণের ‘ভালোবাসার টাকা’, অঞ্জন দত্তর লেখা ‘আমি আসব ফিরে’।
সংগীতশিল্পী নাফিস কামাল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বইমেলায় মাহতাব উদ্দিনের নতুন বই ‘বিয়ন্ড বটম লাইন্স’
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মাহতাব উদ্দিন আহমেদের নতুন বই ‘বিয়ন্ড বটম লাইন্স’। রাজধানীর একটি সেমিনার হলে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। বইটিতে লেখক প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানিয়ে পেশাদার ও কর্পোরেট জগতের গুরুত্বপূর্ণ ও উপেক্ষিত বিষয়গুলো আলোচনা করেছেন।
বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবর্তনশীল ব্যবসায়িক বাস্তবতা নিয়ে আলোচনা করেন।
লেখক মাহতাব উদ্দিন আহমেদ বইটি সম্পর্কে বলেন, ‘এই বইটি পেশাদারদের প্রতিদিনের বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য লেখা হয়েছে। আমাদের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায় সাফল্যের সংজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন।’
বইটি একুশে বইমেলার স্টল নং ৬৩৩-এ পাওয়া যাবে। এ ছাড়া রকমারি থেকে সংগ্রহ করা যাবে।