প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র পরিচালক (প্রশিক্ষণ ও অধ্যয়ন) মিজ পারভীন সুলতানা রাব্বী বলেছেন, সাংবাদিকরা কারো বন্ধু নয়, শুধুমাত্র সাংবাদিকরাই সাংবাদিকের বন্ধু। কেননা সাংবাদিকরা যখন কারো বিরুদ্ধে নিউজ করে, তখন থেকেই ঐ ব্যক্তি তার শত্রু হয়ে যায়।

সে আপনার যতোই আপন কিংবা কাছের লোক হোক না কেন? কিন্তু বর্তমানে সাংবাদিকরা সাংবাদিকের বন্ধু হতে পারেনা বলে আজ সাংবাদিকদের করুন দশা। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারবেনা।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৫ জন সাংবাদিককে নিয়ে তিন দিনব্যাপী সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ প্রশিক্ষণের আয়োজন করে পিআইবি।

পারভীন সুলতানা রাব্বী বলেন, সাংবাদিকদের প্রশ্ন করতে জানতে হবে, কোথায়, কখন, কি প্রশ্ন করতে হবে তা জানতে হবে। বিগত ১৬ বছর সাংবাদিকরা সঠিক সাংবাদিকতার পরিবর্তে তোষামোদির সাংবাদিকতা করেছে। এর জন্যই স্বৈরশাসন আমাদের উপর ভর করে বসেছিলো। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যাদের আগ্রহ থাকে এবং মনোযোগী হয় সাংবাদিকতায় তারাই এগিয়ে যায়।

এছাড়া, প্রেসক্লাব চাইলে ভবিষ্যতে শুধুমাত্র মোবাইল সাংবাদিকতার বিষয়ে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু। নারায়ণগঞ্জের সাংবাদিকদের নিয়ে যুগোপযোগী এ প্রশিক্ষণের আয়োজন করায় পিআইবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া, আগামী ৬ মাসের মধ্যে আবারও প্রশিক্ষণের আয়োজন করার অনুরোধ জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, পিআইবি'র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ পিআইবির কর্মকর্তা-কর্মচারী ও নারায়ণগঞ্জের সাংবাদিকবৃন্দ।

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র পরিচালক মিজ পারভীন সুলতানা রাব্বী।

এর আগে, তিনদিন ব্যাপী প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড.

সাইফুল আলম খান, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম, পিআইবি'র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব দ কত ব দ কর প আইব

এছাড়াও পড়ুন:

ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।

তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে। 

পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি। 

সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত  ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজিসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • সিদ্ধিরগঞ্জে  চাঁদাবাজীসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সভা
  • নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
  • নারায়ণগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবককে গুলি করে হত্যা
  • ঈদের স্পিরিট ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো : ডিসি জাহিদুল
  • ৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক
  • ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
  • ঐতিহ্যবাহী সনমান্দী বড় ঈদগাহ এর সভাপতি হলেন সাংবাদিক মনির
  • ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি