বন্দরে সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড এর ফ্যাক্টরী ডে অনুষ্ঠিত
Published: 27th, February 2025 GMT
উৎসব মুখর পরিবেশে বন্দরে সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড এর ফ্যাক্টরী ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দিন ব্যাপী বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের লক্ষনখোলাস্থ উল্লেখিত ফ্যাক্টরী প্রাঙ্গনে এ ফ্যাক্টরী ডে অনুষ্ঠিত হয়।
ফ্যাক্টরী ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উল্লেখিত প্রতিষ্ঠানের এমডি শফিকুল ইসলাম সরকার, পরিচালক ইসহাক খান, পরিচালক ফারহানা এইচ সরকার ও ইডি মাসুম বিশ্বাস, উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ হাফিজুর রহমান ও ডিজিএম এ,কে,এম সোহেল রানা প্রমুখ। ফ্যাক্টরী ডে অনুষ্ঠানে মালিক ও শ্রমিকদের মিলন মেলা ঘটে। অনুষ্ঠানে ফ্যাক্টরী মালিক শ্রমিকসহ তাদের পরিবারের সদস্যরা সারা দিন নেচে গেয়ে আনন্দ উল্লাস করে দিনটিকে স্মরনীয় করে রাখে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
বইমেলায় মাহতাব উদ্দিনের নতুন বই ‘বিয়ন্ড বটম লাইন্স’
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মাহতাব উদ্দিন আহমেদের নতুন বই ‘বিয়ন্ড বটম লাইন্স’। রাজধানীর একটি সেমিনার হলে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। বইটিতে লেখক প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানিয়ে পেশাদার ও কর্পোরেট জগতের গুরুত্বপূর্ণ ও উপেক্ষিত বিষয়গুলো আলোচনা করেছেন।
বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবর্তনশীল ব্যবসায়িক বাস্তবতা নিয়ে আলোচনা করেন।
লেখক মাহতাব উদ্দিন আহমেদ বইটি সম্পর্কে বলেন, ‘এই বইটি পেশাদারদের প্রতিদিনের বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য লেখা হয়েছে। আমাদের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায় সাফল্যের সংজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন।’
বইটি একুশে বইমেলার স্টল নং ৬৩৩-এ পাওয়া যাবে। এ ছাড়া রকমারি থেকে সংগ্রহ করা যাবে।