পটুয়াখালী জেলা আইনজীবী পরিষদ নির্বাচনের ফল বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর
Published: 27th, February 2025 GMT
পটুয়াখালী আইনজীবী পরিষদ নির্বাচনের ফল বর্জন করেছেন জামায়াতে ইসলামী–সমর্থিত সভাপতি প্রার্থী আইনজীবী নাজমুল আহসান। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে ফল বর্জনের ঘোষণা দেন তিনি। এর আগে সকাল আটটার দিকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের উপস্থিতিতে জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন জেলা জামায়াতের আমির আইনজীবী নাজমুল আহসান বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি–সমর্থিত প্রার্থীরা পরিকল্পিতভাবে ভোটে নেতিবাচক পরিবেশ তৈরি করেন। বিএনপি–সমর্থিত প্রার্থীরা তাঁদের সমর্থিত ভোটারদের নানা কৌশলে ভোট দেওয়া থেকে বঞ্চিত করেছেন। বৃহস্পতিবার জেলার কয়েকটি উপজেলা থেকে আইনজীবীরা ভোট দিতে জেলা শহরের উদ্দেশে রওনা দেন। বিএনপির প্রার্থীর লোকজন তাঁদের প্রত্যাশিত আইনজীবী ভোটারদের গাড়ি আটকে দিয়ে বিএনপি–সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে তার ছবি তুলে দেখাতে চাপ প্রয়োগ করেন। ওই আইনজীবীরা তাঁদের প্রস্তাবে রাজি না হলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। ভোটকেন্দ্রে আসতে ব্যর্থ হওয়া আইনজীবীরা তাঁকে মুঠোফোনে এসব ঘটনা জানালে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মী এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিষয়গুলো জানান। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তাঁর অভিযোগ আমলে না নিয়ে ভোট গ্রহণ অব্যাহত রাখেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন–২০২৫–২৬–এর প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মোহসীন উদ্দিন বলেন, জেলা আইনজীবী সমিতিতে মোট ভোটার ৪৬৫ জন। এর মধ্যে ৩৯৬ জন ভোট দিয়েছেন। তা ছাড়া জামায়াত প্রার্থীর সর্বোচ্চ ভোট ছিল ২০টি। সেখানে জামায়াতের সভাপতি প্রার্থী আইনজীবী নাজমুল আহসান ১৩৭টি ভোট পেয়েছেন। এরপরও যদি ভোট নিয়ে অভিযোগ করেন, তা হলে তাঁর কিছু করার নেই।
সংবাদ সম্মেলনে নাজমুল আহসান আরও বলেন, ‘১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের দিন আইনজীবী সমিতির কার্যালয়ে জামায়াত–সমর্থিত আইনজীবীদের ওপর হামলা ও মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেন বিএনপিপন্থী আইনজীবীরা। ওই দিন সাধারণ সম্পাদকসহ তিনটি পদে তাঁদের প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হয়নি। এ ঘটনার পরে জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যস্থতায় সুষ্ঠু নির্বাচনের শর্তে তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করেন। অথচ পরিকল্পিতভাবে একতরফা নির্বাচন দিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা বিজয় ছিনিয়ে নিয়েছেন। জুলাই-আগস্ট পরবর্তী সময়ে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইনজ ব র সমর থ ত ব এনপ
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগ-সমর্থিত হারুনুর রশিদ আবার সভাপতি, সম্পাদক বিএনপির শাতিল মাহমুদ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী হারুনুর রশিদ আবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।
এ ছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি–সমর্থিত প্রার্থী এস এম শাতিল মাহমুদ। তিনি কুমারখালী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
গতকাল বুধবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে এম আবদুর রউফ। কমিশনের সদস্য ছিলেন মোস্তফা সামসুজ্জামান ও আল মুজাহিদ হোসেন।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ–সমর্থিত ৯ জন, বিএনপি–সমর্থিত ৩ জন, বিএনপির ‘বিদ্রোহী’ দুজন, জামায়াত–সমর্থিত দুজন, জাতীয় পার্টি–সমর্থিত একজন নির্বাচিত হয়েছেন।
আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে গত সোমবার আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন দুপুর পৌনে ১২টার দিকে ৪০–৫০ জন আদালত চত্বরে নির্বাচনী পাঁচটি ক্যাম্পে হামলা ও ভাঙচুর করেন। তখন এক শিক্ষানবিশ আইনজীবী মুঠোফোন দিয়ে ওই দৃশ্য ধারণ করছিলেন। তখন তাঁর মাথায় আঘাত করা হয়। এ নিয়ে আদালতপাড়ায় আলোচনা–সমালোচনা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন ভোটার তাঁদের ভোট দেন।
সভাপতি পদে হারুনুর রশিদ ১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল খালিদ মো. সাঈদ ১০৮ ভোট পেয়েছেন। বিএনপির একাংশের সমর্থিত প্রার্থী মাহাতাব উদ্দিন পেয়েছেন ৭৭ ভোট। জামায়াতপন্থী আইনজীবী আজিজুর রহমান পেয়েছেন ৩৯ ভোট। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোহাম্মদ পেয়েছেন ৩৬ ভোট। আরেক সভাপতি প্রার্থী জাসদ–সমর্থিত তানজিলুর রহমান পেয়েছেন ১৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আইনজীবী এস এম শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ–সমর্থিত খ ম আরিফুল ইসলাম ১৬৭ ভোট পেয়েছেন।
এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফারুক আজম মৃধা, সহসভাপতি পদে মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুন নাহার, কোষাধ্যক্ষ পদে আবুল হাশিম, গ্রন্থাগার সম্পাদক পদে সুলতানা বেগম, সাংস্কৃতিক সম্পাদক পদে মকলেচুর রহমান ও দপ্তর সম্পাদক পদে ওয়ালীউল বারী।
এ ছাড়া সিনিয়র সদস্য পদে মারুফ বিল্লাহ, আশুতোষ কুমার পাল, আয়েশা সিদ্দিকা, হাফিজুর রহমান এবং জুনিয়র সদস্য পদে মুহাইমিনুর রহমান, সাইফুর রহমান, সাইফুল ইসলাম ও রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।