নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা পর্ষদ 'নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতি'র ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল তিনটায় হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের লাইফ মেম্বাররা এই বার্ষিক সভায় অংশগ্রহণ করে।

সংগঠনের সাবেক সভাপতি কাসেম জামালের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় চারটি এজেন্ডার উপর আলোচনা করা হয়।

এজেন্ডাগুলো হলো, গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ ও অনুমোদন, কোষাধ্যক্ষ কর্তৃক সমিতির ২০২১-২০২৩ সনের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন এবং পরবর্তী বছরের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ দান।

সভা সূত্রে জানা যায়, সংগঠনের বিধি বহির্ভূত কর্মকাণ্ডের কারণে ইতিপূর্বে বহিষ্কৃত দুর্নীতিবাজ সাবেক সভাপতি ডা:  শাহনেওয়াজ চৌধুরীকে পুনর্বাসনের জন্য সংগঠনের একটি অংশ বিগত কয়েকদিন যাবত বেশ তৎপরতা চালিয়েছে। বার্ষিক সাধারণ সভার আগে ডাঃ শাহানাজ চৌধুরীর বিরোধিতাকারি বেশ কয়েকজনকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সভায় তারা আর সুবিধা করতে পারেনি। ডা শাহনওয়াজ চৌধুরীর প্রসঙ্গ উত্থাপিত হলে এজেন্ডায় না থাকায় বিষয়টি সাথে সাথে নাকচ করে দেয়া হয়।

উল্লেখ থাকে যে, গত ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ডায়বেটিস সমিতির ২০২৫-২০২৭ সালের নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৭ জনের কমিটির ১৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং একটি পদ শূন্য থাকে। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সহ-সভাপতি এডভোকেট সওকত আলী, এওয়াইএম হাসমত উল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তারেক আফজাল, কোষাধ্যক্ষ মোঃ শামসুল হক, যুগ্ম কোষাধ্যক্ষ খাজা আজিজুল হক, সদস্য মাজহার হোসেন মাসুম, অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, সাইদুল ইসলাম শাকিল, শাহিনুর আলম, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন বাচ্চু, অ্যাডভোকেট বিএম হোসেন, খাজা আহসানুল্লাহ ও নাসির উদ্দিন মন্টু। যুগ্ম কোষাধ্যক্ষের একটি পদ শূন্য রয়েছে। 

বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতির লাইফ মেম্বার অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, হাসপাতাল সুপার ডা: হাবিবুর রহমান, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা: শামীম ভূঁইয়া, সিনিয়র কনসালটেন্ট ডা: ফারুক হোসেন প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য ণগঞ জ ড য স গঠন র

এছাড়াও পড়ুন:

পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ইংলিশ কোচ ড্যারেন গফ দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় তার স্থলাভিষিক্ত হয়েছেন ডমিঙ্গো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি।  

আট বছর ধরে লাহোরের প্রধান কোচ ও ক্রিকেট অপারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আকিব জাভেদ। তবে পাকিস্তান জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেওয়ায় তাকে সরে দাঁড়াতে হয়। পরবর্তীতে তিনি পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও গ্রহণ করেন।  

আকিবের বিদায়ের পর গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগে গফকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় লাহোর। পিএসএলেও তার দায়িত্ব পালনের কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে তিনি সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেও লাহোর ফ্র্যাঞ্চাইজি গফের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, 'গফ সবসময় কালান্দার্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ থাকবে এবং আমরা তার জন্য শুভকামনা জানাই।'

গফের বদলে প্রধান কোচের দায়িত্ব নেওয়া রাসেল ডমিঙ্গো নতুন চ্যালেঞ্জের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, 'পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি দলটির সঙ্গে কাজ করতে এবং সবার প্রত্যাশা পূরণ করতে মুখিয়ে আছি।'

চার বছরে তৃতীয় শিরোপার লক্ষ্যে ডমিঙ্গোর ওপর আস্থা রেখেছে লাহোর। আগামী ১১ এপ্রিল শুরু হতে যাচ্ছে পিএসএলের এবারের আসর। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। আসন্ন মৌসুমে দলটির হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও।

সম্পর্কিত নিবন্ধ

  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, বয়স ৪৮ হলেও আবেদন
  • একঝলক (৩০ মার্চ ২০২৫)
  • ওজোপাডিকোতে চাকরি, মূল বেতন ১ লাখ ৭৫ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ মার্চ ২০২৫)
  • ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান পেলেন ‘ইয়েল বিশ্ব ফেলোশিপ’
  • একঝলক (২৯ মার্চ ২০২৫)
  • পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
  • আজ টিভিতে যা দেখবেন (২৯ মার্চ ২০২৫)
  • প্ল্যান ইন্টারন্যাশনালে ঢাকায় চাকরি, সর্বোচ্চ বেতন ১ লাখ ৮৩ হাজার
  • আজ টিভিতে যা দেখবেন (২৮ মার্চ ২০২৫)