জুলাই স্মৃতি স্টাডি ট্যুরে মানারাত ইউনিভার্সটির আইন বিভাগ
Published: 27th, February 2025 GMT
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের জুলাই স্মৃতি স্টাডি ট্যুর সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) মানিকগঞ্জের বালিহাটি জমিদার বাড়ি ও নাহার গার্ডেনে এ ট্যুর আয়োজন করা হয়।
আইন বিভাগের বিভিন্ন ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। এ উপলক্ষে গত কয়েকদিন ধরেই আইন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীরা যাত্রা শুরু করেন তারা। গন্তব্যে পৌঁছে তারা প্রথমে বালিহাটি জমিদার বাড়ি পরিদর্শন ও পরে নাাহার গার্ডেনে দুপুরের খাবারের শেষে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও মনোমুগ্ধকর আয়োজনের অংশ নেন।
আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আব্দুল্লাহ হিল গনির সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী স্টাডি ট্যুরের কার্যক্রম শেষ হয়।
ঢাকা/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আইন ব ভ গ র
এছাড়াও পড়ুন:
বইমেলায় মাহতাব উদ্দিনের নতুন বই ‘বিয়ন্ড বটম লাইন্স’
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মাহতাব উদ্দিন আহমেদের নতুন বই ‘বিয়ন্ড বটম লাইন্স’। রাজধানীর একটি সেমিনার হলে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। বইটিতে লেখক প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানিয়ে পেশাদার ও কর্পোরেট জগতের গুরুত্বপূর্ণ ও উপেক্ষিত বিষয়গুলো আলোচনা করেছেন।
বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবর্তনশীল ব্যবসায়িক বাস্তবতা নিয়ে আলোচনা করেন।
লেখক মাহতাব উদ্দিন আহমেদ বইটি সম্পর্কে বলেন, ‘এই বইটি পেশাদারদের প্রতিদিনের বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য লেখা হয়েছে। আমাদের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায় সাফল্যের সংজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন।’
বইটি একুশে বইমেলার স্টল নং ৬৩৩-এ পাওয়া যাবে। এ ছাড়া রকমারি থেকে সংগ্রহ করা যাবে।