রংপুরের উন্নয়নে আগামী অর্থবছরের বাজেটে বিবেচনার জন্য ১০টি দাবি জানিয়েছে রংপুর চেম্বার অব কমার্স। এর মধ্যে অন্যতম হলো রংপুরের ব্যবসায়ীদের ১০ বছর কর অবকাশ-সুবিধা প্রদান; রংপুর বিভাগের শিল্প, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া এবং চারটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন।

আজ বৃহস্পতিবার রংপুর চেম্বার অব কমার্স আয়োজিত প্রাক্‌-বাজেট আলোচনায় এসব দাবি জানান ব্যবসায়ী নেতারা। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রংপুর চেম্বারের অন্য দাবিগুলো হলো তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ ও বরাদ্দ প্রদান; শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে অগ্রাধিকার ভিত্তিতে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা; সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ; রংপুর সিটি করপোরেশনকে প্রয়োজনীয় উন্নয়ন বাজেট দেওয়া; রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন; রংপুর ওয়াসা গঠন; রংপুরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ।

আলোচনায় রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী বলেন, দেশে বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। নতুন শিল্প স্থাপনা আরও বেশি চ্যালেঞ্জিং। মুদ্রাস্ফীতি, ব্যাংকে তারল্যসংকট, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাব ও গ্যাস না থাকায় উত্তরবঙ্গে নতুন শিল্প স্থাপন তো দূরের কথা, কুটির শিল্প টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে।

১০ বছর কর অবকাশ–সুবিধা চান রংপুরের ব্যবসায়ীরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ব যবস ব যবস য়

এছাড়াও পড়ুন:

বইমেলায় মাহতাব উদ্দিনের নতুন বই ‘বিয়ন্ড বটম লাইন্স’

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মাহতাব উদ্দিন আহমেদের নতুন বই ‘বিয়ন্ড বটম লাইন্স’। রাজধানীর একটি সেমিনার হলে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। বইটিতে লেখক প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানিয়ে পেশাদার ও কর্পোরেট জগতের গুরুত্বপূর্ণ ও উপেক্ষিত বিষয়গুলো আলোচনা করেছেন। 

 বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবর্তনশীল ব্যবসায়িক বাস্তবতা নিয়ে আলোচনা করেন।

লেখক মাহতাব উদ্দিন আহমেদ বইটি সম্পর্কে বলেন, ‘এই বইটি পেশাদারদের প্রতিদিনের বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য লেখা হয়েছে। আমাদের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায় সাফল্যের সংজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন।’

বইটি একুশে বইমেলার স্টল নং ৬৩৩-এ পাওয়া যাবে। এ ছাড়া রকমারি থেকে সংগ্রহ করা যাবে।

সম্পর্কিত নিবন্ধ