সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের ১০ বছরের কারাদণ্ড বাতিল করে খালাসের রায় দিয়েছেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিবের করা রিভিশন আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ রায় দেন।

এ মামলার অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে হাইকোর্ট কোনো রায় দেননি বলে জানান হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে শুনানি করা আইনজীবী মো.

আমিনুল ইসলাম। এ মামলায় আরো আইনজীবী ছিলেন হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী শাহানারা আক্তার বকুল।

রায়ের পর হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘‘ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও তার দোসররা সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে ঘটনার ১২ বছর পর আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে সর্বোচ্চ শাস্তি দিয়েছিল। অথচ আমি ওই সময়ে ঘটনাস্থলে ছিলাম না। আমি ঢাকাতে ছিলাম। এ মামলায় আমি দীর্ঘ ৪ বছর কারান্তরীণ ছিলাম। এরপর গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমি কারাগার থেকে আইনি লড়াইয়ের মাধ্যমে জামিনে বেরিয়ে এসেছি।’’

আরো পড়ুন:

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

বিএনপির বর্ধিত সভায় ঐক্যের ডাক, ভোটের জোর প্রস্তুতিতে চোখ

হাবিব বলেন, ‘‘মহান আল্লাহপাকের অশেষ রহমতে আজ আমি মুক্ত। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা অসংখ্য বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা এবং জেল, জুলুম ও নির্যাতন করার পরও লাখ লাখ ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতায় টিকে থাকতে না পেরে দেশ ছেড়ে পালিয়েছেন।’’

এদিকে, হাবিবুল ইসলাম হাবিব খালাস পাওয়ায় তার নির্বাচনী এলাকা সাতক্ষীরার তালা ও কলারোয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার দীর্ঘ ১২ বছর পর কলারোয়া থানায় মামলা দায়ের হয়। এ মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে সর্বনিম্ন চার থেকে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে সাজা দেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির।

এ মামলায় হাইকোর্টে রিভিশন আবেদন করেন হাবিবুল ইসলাম হাবিব। রিভিশন শুনানি শেষে আজ তাকে এ মামলা থেকে খালাস দেন হাইকোর্ট। তবে এই মামলার অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে হাইকোর্ট কোনো রায় দেননি।
 

ঢাকা/শাহীন/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ হ ব ব ল ইসল ম হ ব ব র কল র য় ব এনপ

এছাড়াও পড়ুন:

প্রকাশ্যে নারী আইনজীবীর গলা থেকে টান দিয়ে চেইন ছিনতাই

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বাসের মধ্যে প্রকাশ্যে নারী আইনজীবীর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আইনজীবী সিফায়েতুন নেতা সোমা বলেন, চট্টগ্রামের টাইগার মোড় থেকে বাসে উঠে আদালত যাচ্ছিলাম। বাসটি রিয়াজ উদ্দিন বাজার এলাকায় আসলে বাসের গতি কমে যায়। সেখান থেকে সাত-আট জনের একটি গ্রুপ বাসে ওঠেন। তারা এসে আমাকে টার্গেট করেন। নিউ মার্কেট মোড়ে বাসটি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে সবাই দ্রুত নেমে যায়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, আইনজীবীর চেইন ছিনতাই হওয়ার খবর পেয়ে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • হাইকোর্টের রায়ে খালাস পেলেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল
  • উচ্চ আদালতে খালাস পেলেন বিএনপি নেতা হাবিব, সাতক্ষীরায় আনন্দমিছিল
  • বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের পিটিশন খারিজ
  • বেক্সিমকো গ্রুপের ঋণের বিষয়ে রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষ, রায় ১২ মার্চ
  • অধিকাংশ পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের জয়
  • আওয়ামী লীগ-সমর্থিত হারুনুর রশিদ আবার সভাপতি, সম্পাদক বিএনপির শাতিল মাহমুদ
  • জামিন পাওয়া দুই আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গেলেন বাদী ও তাঁর লোকজন
  • প্রকাশ্যে আইনজীবী সোমার গলা থেকে টান দিয়ে চেইন ছিনতাই
  • প্রকাশ্যে নারী আইনজীবীর গলা থেকে টান দিয়ে চেইন ছিনতাই