টেকনাফে অপহৃত ২৯ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি
Published: 27th, February 2025 GMT
সাগর থেকে ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তাদের নিয়ে পৌরসভাস্থল টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে পৌঁছান বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা। তাদের মধ্যে ১৪ জন রোহিঙ্গা ছিলেন। তারা টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। পরে জেলেদের স্বজনের কাছে হস্তান্তর করে বিজিবি।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বঙ্গোপসাগরে নাফ নদে মাছ ধরার সময় জেলেরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার ঢুকে পড়েন। এ সময় মিয়ানমারের আরাকান আর্মি অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় নৌকাসহ ২৯ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আমরা তাদের (আরকান আর্মি) সঙ্গে যোগাযোগ শুরু করি। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে জেলেদের ফেরত আনা হয়েছে।
ফেরত আসা জেলে আমান উল্লাহ জানান, গত ২০ ফেব্রুয়ারি মাছ ধরে নৌকা নিয়ে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। সেখানে মারধর না করলেও আমাদের ঠিকমতো খাবার দেওয়া হয়নি।
নৌকার মালিক বদিউর রহমান বলেন, গত বৃহস্পতিবার সাগর থেকে মাছ শিকার করে নাফ নদী দিয়ে ফেরার সময় নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। অবশেষে বিজিবির প্রচেষ্টায় এক সপ্তাহ পর তাদের ফেরত আনা হয়েছে। তারা নৌকা ও জালগুলো ফেরত দেয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় ২৯ জেলেকে ফেরত আনা হয়েছে। জেলেরা গত ১১ ও ২০ ফেব্রুয়ারি মাছ শিকারে গেলে ভুলবশত সীমান্ত অতিক্রম করে। এ সময় ছয়টি ইঞ্জিনচালিত নৌকাসহ ২৯ ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর ক ন আর ম
এছাড়াও পড়ুন:
বইমেলায় মাহতাব উদ্দিনের নতুন বই ‘বিয়ন্ড বটম লাইন্স’
এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মাহতাব উদ্দিন আহমেদের নতুন বই ‘বিয়ন্ড বটম লাইন্স’। রাজধানীর একটি সেমিনার হলে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। বইটিতে লেখক প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানিয়ে পেশাদার ও কর্পোরেট জগতের গুরুত্বপূর্ণ ও উপেক্ষিত বিষয়গুলো আলোচনা করেছেন।
বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবর্তনশীল ব্যবসায়িক বাস্তবতা নিয়ে আলোচনা করেন।
লেখক মাহতাব উদ্দিন আহমেদ বইটি সম্পর্কে বলেন, ‘এই বইটি পেশাদারদের প্রতিদিনের বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলার জন্য লেখা হয়েছে। আমাদের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায় সাফল্যের সংজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন।’
বইটি একুশে বইমেলার স্টল নং ৬৩৩-এ পাওয়া যাবে। এ ছাড়া রকমারি থেকে সংগ্রহ করা যাবে।