আইসিসির সবশেষ ইভেন্টে সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। টি-টোয়েন্টির সুপার এইটের ম্যাচে তারা হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। পরে বাংলাদেশকে হারিয়ে সহজেই খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। 

আগামীকাল তাদের আরেকটি লড়াই সেমিফাইনালে যাওয়ার। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফির অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে দুই দল। ইংল্যান্ডকে হারিয়ে সেরা চারের আশা বাঁচিয়ে রাখা আফগানিস্তানের পরবর্তী টার্গেট অস্ট্রেলিয়া। সঙ্গে ২০২৩ বিশ্বকাপের ম্যাচেরও বদলার অপেক্ষা। যে ম্যাচে ম্যাক্সওয়েল ডাবল সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জিতিয়ে আফগানদের হৃদয় ভেঙেছিল। তবে ওই ম্যাচ নিয়ে আফগানিস্তান খুব একটা চিন্তিত নয়। 

অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদির সব ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচকে ঘিরে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাশমতউল্লাহ বলেছেন, ‘‘নিশ্চিতভাবে এমন একটি জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে যা শক্তি ও সামর্থ্যকে আরো বাড়িয়ে দেয়। আমাদের জয়ের তাড়না আরো বেড়ে গেছে। আগামীকালের ম্যাচটা দুই দলের জন্য সমান গুরুত্বের। সেমিফাইনাল যাওয়ার জন্য।’’ 

আরো পড়ুন:

‘শান্তর জায়গায় ধোনি বাংলাদেশকে নেতৃত্ব দিলেও লাভ হবে না’ 

সাবেকরা বলছেন, বাটলারকে আর দরকার নেই!

অস্ট্রেলিয়াকে সমীহ করে তাদের বিপক্ষে ভালো করার প্রত্যয় হাশমতউল্লার কণ্ঠে, ‘‘অস্ট্রেলিয়া কঠিন এবং ভালো দল। আমি আগেও বলেছি, আমরা এখানে ভালোমানের ক্রিকেট খেলতে এসেছি। আমরা যাদের সঙ্গে খেলবো সেই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। আমাদের সেমিফাইনাল খেলতে হবে এমন চাপ নিয়ে আমরা মাঠে নামতে চাই না। ইংল্যান্ডের বিপক্ষে আমরা যে ইতিবাচক মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেছি, আশা করছি অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেই ধারাবাহিকতা থাকবে। আমাদের নিজের বেসিক ক্রিকেটটায় স্থির থাকতে হবে।’’    

দুই দলের সবশেষ ওয়ানডে দেখায় অস্ট্রেলিয়া জিতেছিল। সেদিন ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারানোর পর ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েছিলেন ম্যাক্সওয়েল। মুম্বাইয়ের সেই ম্যাচ এখনও ক্রিকেটপ্রেমিদের হৃদয়ে গেঁথে আছে।  

আগামীকালও জমজমাট একটা ম্যাচ হবে বলে বিশ্বাস করেন হাশমতউল্লাহ, ‘‘আমি মনে করি ম্যাচটা ক্রিকেটের জন্য ভালো হবে। কেননা আমরা সেমিফাইনাল নয় শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলতে চাই। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নেমে নিজেদের কাজটুকু করতে চাই। আমরা আগামীকাল ঘুম থেকে উঠবো। প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনা করবো এবং মাঠে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চেষ্টা করবো।’’

ঢাকা/ইয়াসিন/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন স ম ফ ইন ল আম দ র

এছাড়াও পড়ুন:

গুলেরের গোলায় বার্সার সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকল রিয়ালও

হেতাফে ০: ১ রিয়াল মাদ্রিদ

লা লিগার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্য প্রতিটা ম্যাচই এখন বাঁচা-মরার। ন্যুনতম এক পয়েন্ট হারালেও এলোমেলো হয়ে যেতে পারে সব স্বপ্ন। তেমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নেমে জয় পেয়েছে রিয়াল। তরুণ তুর্কি আর্দা গুলেরের দুর্দান্ত এক গোলে হেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ের পর তালিকার ২ নম্বরে থাকা রিয়াল পয়েন্টের ব্যবধানটা সাত থেকে নামিয়ে এনেছে চারে। ৩৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৭২। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬। রিয়াল সেল্তা ভিগোর বিপক্ষে লিগে নিজেদের পরের ম্যাচ খেলবে ৪ মে।

তবে এবারের লিগ শিরোপার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি রিয়াল–বার্সা খেলবে আগামী ১১ মে। এল ক্লাসিকোতে সেদিন একে অপরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচটিই হয়ে উঠতে পারে লা লিগার শিরোপা নির্ধারক।

আরও পড়ুনলিগ জয় থেকে আর কত ম্যাচ দূরে বার্সেলোনা১৮ ঘণ্টা আগে

সেই ম্যাচে হার রিয়ালকে ছিটকে দিতে পারে শিরোপা লড়াই থেকে। আর জিতলে বেঁচে থাকবে আশা। তার আগে অবশ্য সেল্তার বিপক্ষে ম্যাচটাও জিতে নিতে হবে রিয়ালকে।

হেতাফের বিপক্ষে আজ বেশ ঝুঁকি নিয়েই একাদশ সাজান কার্লো আনচেলত্তি। কিলিয়ান এমবাপ্পে কার্ড নিষেধাজ্ঞায় আগে থেকেই ছিলেন না। জুড বেলিংহাম ও রদ্রিগোকেও এদিন বেঞ্চে বসান রিয়াল কোচ। এই তিনজনের বদলে শুরু থেকে খেলেছেন এনদ্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ।

চেনা স্কোয়াড না হলেও ম্যাচে দাপট ছিল রিয়ালেরই। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে বেশি হুমকিতে রাখে তারা। বিপরীতে হেতাফেও ভালোভাবে জবাব দিচ্ছিল রিয়ালকে। তবে সবাইকে চমকে দেন গুলের। তুরস্কের এই তরুণ ২১ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে এগিয়ে দেন দলকে।

আরও পড়ুনএল ক্লাসিকোতে রিয়ালের ঘুমপাড়ানি ফুটবল ও ফ্লিকের আরেকটি মাস্টারক্লাস ১৩ জানুয়ারি ২০২৫

এই গোলটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচের। তবে কৃতিত্ব দিতে হবে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও। তাঁর নৈপুণ্যও রিয়ালকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছে একাধিকবার। যার ফলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে আনচেলত্তির দল।

সম্পর্কিত নিবন্ধ