রাজধানীর রামপুরায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে রামপুরার হাজীপাড়া পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলী হোসেন তালুকদার (৩৪)। তিনি ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।

নিহত আলী হোসেন তালুকদারের সঙ্গে মালিবাগের একটি বাসায় ভাড়া থাকতেন সাইফুল ইসলাম। তিনি বলেন, আলী ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। সে সময় রমজান পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। পুলিশ জানায়, গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার উপপরিদর্শক মো.

আবদুর রহমান বলেন, এ ঘটনায় রমজান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত আলীর বড় ভাই মোশারফ তালুকদার বলেন, ‘খবর পাই, সে সড়ক দুর্ঘটনা শিকার হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’

নিহত আলী হোসেন তালুকদার পিরোজপুর সদরের কুমিরামারা গ্রামের আবদুল আজিজ তালুকদারের ছেলে। মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। মোশারফ তালুকদার জানান, তাঁর ছোট ভাই এক বছর আগে বিয়ে করেছেন। তবে এখনো তাঁর স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তুলে আনা হয়নি। স্ত্রী গ্রামেই থাকেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কক্সবাজারে ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের স্মরণে নির্মিত ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিওনের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই স্মৃতিফলক উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাপ্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ আইন অনুযায়ী দ্রুতবিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন তিনি।

কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, প্রয়াত মেজর সিনহার মা ও বোন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। তিনি ২০০৩ সালের ২১ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে ৫১তম বিএমএ লং কোর্সে যোগদান করেছিলেন। পরবর্তী সময়ে ২০০৪ সালের ২২ ডিসেম্বর কমিশন লাভ করেন। চাকরিজীবনে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভোরি কোস্টে দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত নিবন্ধ