রামপুরায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
Published: 27th, February 2025 GMT
রাজধানীর রামপুরায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে রামপুরার হাজীপাড়া পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলী হোসেন তালুকদার (৩৪)। তিনি ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।
নিহত আলী হোসেন তালুকদারের সঙ্গে মালিবাগের একটি বাসায় ভাড়া থাকতেন সাইফুল ইসলাম। তিনি বলেন, আলী ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। সে সময় রমজান পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। পুলিশ জানায়, গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপপরিদর্শক মো.
নিহত আলীর বড় ভাই মোশারফ তালুকদার বলেন, ‘খবর পাই, সে সড়ক দুর্ঘটনা শিকার হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।’
নিহত আলী হোসেন তালুকদার পিরোজপুর সদরের কুমিরামারা গ্রামের আবদুল আজিজ তালুকদারের ছেলে। মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। মোশারফ তালুকদার জানান, তাঁর ছোট ভাই এক বছর আগে বিয়ে করেছেন। তবে এখনো তাঁর স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তুলে আনা হয়নি। স্ত্রী গ্রামেই থাকেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে কৃষকলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
আড়াইহাজারে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল করেছে কৃষকলীগের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই মিছিল করেন আড়াইহাজার কৃষক লীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন কৃষক লীগ নেতা হান্নান মিয়া ও রুবেল হোসেন।
ঝটিকা মিছিলের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ১০-১৫ জন লোক কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে মিছিল করছেন এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ দিন কৃষক লীগের জন্মদিন’ স্লোগান দিচ্ছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষকলীগের ৫৩ বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক ব্যানারে এই মিছিল করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার আড়াইহাজারের সমর্থকরা। হাবিবুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ছিলেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খাককান্দা ইউনিয়নে ঝটিকা মিছিল করেছে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি।