সমুদ্রের তীরে আবেদনময়ী নেহার ১ ডজন ছবি
Published: 27th, February 2025 GMT
ছবি: ইনস্টাগ্রাম
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিজের ‘চিকনি চামেলি’ গান নিয়ে বিব্রত শ্রেয়া ঘোষাল
করণ মালহোত্রা নির্মিত সিনেমা ‘অগ্নিপথ’। সঞ্জয় দত্ত, হৃতিক রোশান, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমাটি ২০১২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমায় ব্যবহার করা হয় ‘চিকনি চামেলি’ গানটি। এটি মূলত, আইটেম গান।
‘চিকনি চামেলি’ গানে আইটেম কন্যা হিসেবে পারফর্ম করেন ক্যাটরিনা কাইফ। গানটিতে কণ্ঠ দেন শ্রেয়া ঘোষাল। ক্যাটরিনার নাচের হিল্লোল আর শ্রেয়ার কণ্ঠে পাগল করা সুর এখনো দর্শক হৃদয়ে নাড়া দেয়। কিন্তু প্রায় ১৩ বছর পর শ্রেয়া জানালেন, এ গান নিয়ে বিব্রত তিনি। ইউটিউবার লিলি সিংকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন শ্রোতাপ্রিয় এই শিল্পী।
শ্রেয়া ঘোষাল বলেন, “আমার হাতে গোনা কয়েকটি গান আছে, যেগুলো চিকনি চামেলির মতো রাঞ্চি হতে পারে। যৌন আবেদন এবং সেক্সি হওয়া বা নিজেকে অবজেক্টিফাইড করার মধ্যে খুব সূক্ষ্ম রেখা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আমি এখন এই বিষয়ে কিছুটা সচেতন হয়েছি। কারণ গানের কথা না বুঝেই আমি অল্প বয়েসি মেয়েদের এটি গাইতে দেখেছি।”
বাচ্চারা যখন গানটি কণ্ঠে তুলেন কিংবা গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন, তখন বিব্রত বোধ করেন শ্রেয়া। এ তথ্য উল্লেখ করে এই সংগীতশিল্পী বলেন, “এটি একটি মজার গান, তাই তারা এটিতে নাচছে। তারা আমার কাছে এসে বলে, ‘আমি আপনার গান ভালোবাসি। আমি কি আপনার সামনে এই গানটি গাইতে পারি?’ এসব কথা শুনে আমি খুব বিব্রত বোধ করি। ছোট্ট একটা মেয়ে, যার বয়স ৫-৬ বছর, সে এই গান গাইছে এবং সেটা ভালো শোনাচ্ছে না। আমি এটা চাই না, তাই এ বিষয়ে সচেতন হয়েছি।”
শ্রেয়া ঘোষাল মনে করেন, নিজের আবেদনময়ী শরীরি সৌন্দর্য নিয়ে কথা বলা ভুল নয়। তার ভাষায়, “আমি কতটা আবেদনময়ী তা নিয়ে আনন্দের সঙ্গে কথা বলা ভুল নয়। কিন্তু এটি (গান) এভাবে লেখবেন না। সম্ভবত, যদি কোনো নারী এটি লিখতেন, তবে আরো অমায়িকভাবে লিখতেন। এটা শুধু দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমাদের সমাজে, বিশেষ করে ভারতে, কিছু মানদণ্ড নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন আমাদের চারপাশে কী ঘটছে।”
মানুষের মনে ভীষণ প্রভাব ফেলতে পারে গান ও চলচ্চিত্র। তা জানিয়ে এই গায়িকা বলেন, “চলচ্চিত্র এবং গান আমাদের সংস্কৃতির বড় একটি অংশ। বহু মানুষের জীবন এতে প্রভাবিত হয়। কখনো কখনো কিছু গান ইতিহাসেও ঢুকে যায়। আমি এই ধরনের ইতিহাসের অংশ হতে চাই না।”
ঢাকা/শান্ত