আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে তাদের দাপুটে জয় সেটাই প্রমাণ করে। এই জয়ে মুগ্ধ হয়ে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার আফগানদের প্রশংসায় ভাসিয়েছেন।

বুধবার অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৩২৫/৭ রান সংগ্রহ করে। দলের হয়ে ইব্রাহিম জাদরান ১৭৭ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন, যা আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ইংল্যান্ডের জয়ের আশা জো রুটের দুর্দান্ত সেঞ্চুরির পরও ফিকে হয়ে যায় আজমতউল্লাহ ওমরজাইয়ের বিধ্বংসী বোলিংয়ে। ৫ উইকেট শিকার করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই পেসার। শেষ পর্যন্ত মাত্র ৮ রানের ব্যবধানে জয় তুলে নেয় আফগানিস্তান।

আফগানদের এই উত্থানে মুগ্ধ হয়ে টেন্ডুলকার এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, ‘আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক উন্নতি অনুপ্রেরণাদায়ক! এখন আর তাদের জয়কে অঘটন বলা যায় না, তারা এটি অভ্যাসে পরিণত করেছে।’

শুধু দল নয়, ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য ইব্রাহিম জাদরান ও আজমতউল্লাহ ওমরজাইকেও প্রশংসা করেছেন টেন্ডুলকার। তার প্রশংসার জবাবে প্লেয়ার অব দ্য ম্যাচ ইব্রাহিম জাদরান লেখেন, ‘যিনি গোটা বিশ্বের প্রজন্মকে ব্যাট হাতে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, তার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া সত্যিই গর্বের!’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফগ ন স ত ন আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

চবির ৫ শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে অভিযান চলছে

খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালককে ৬ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে। 

সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে অপহৃতদের উদ্ধারে খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়া, পূর্ণ চন্দ্র কারবারী পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এসময় সন্দেহভাজন ৭ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। তবে তfদের নাম পরিচয় জানা যায়নি। 

এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ’র ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আজ (সোমবার) সকালে যৌথবাহিনীর অভিযানের খবর নিশ্চিত করেছেন। অপহৃতরা উদ্ধার না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গত বুধবার (১৬ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালক অপহৃত হন।

ঢাকা/রূপায়ন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ